শেষ আপডেট: 25th February 2020 12:03
দ্য ওয়াল ব্যুরো: বলিউড ডিভা শ্রীদেবীর মেয়ে তিনি। তাই মায়ের সঙ্গে তাঁর নাচের স্টেপের তুলনা হবে এ তো স্বাভাবিক। কারণ বিটাউনের প্রথম সারির অভিনেত্রী শ্রীদেবীর প্রতি অনেকেই মুগ্ধ ছিলেন তাঁর নাচের জন্য। নিখুঁত স্টেপ, পারফেক্ট এক্সপ্রেশনে শ্রী ছিলেন সবস্ময়ই একশ তে একশ। তাই জাহ্নবী যখনই স্টেজ পারফরম্যান্স করেছেন, কিঙ্গা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নাচের ভিডিও, তখনই মায়ের সঙ্গে তুলনা হয়েছে তাঁর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রা, হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন জাহ্নবী কাপুর। ‘গাইড’ ছবির বিখ্যাত গান ‘পিয়া তোসে নয়না’-র তালে নাচতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে রয়েছেন কোরিওগ্রাফারও। প্র্যাকটিস রুমে চলছে দু’জনের জমাটি ‘মিরর প্র্যাকটিস’। ১৯৬৫ সালে রিলিজ হয়েছিল ওয়াহিদা রহমান এবং দেব আনন্দ অভিনীত ছবি ‘গাইড’। এসডি বর্মনের সুরে লতা মঙ্গেশকরের গাওয়া এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘পিয়া তোসে নয়না লাগে’। যেমন লিরিক্স, তেমন সুর, আর তেমনই সুন্দরী ওয়াহিদা রহমান----সব মিলিয়ে একদম পারফেক্ট প্যাকেজ। https://www.instagram.com/p/B8-tSpdnDsq/?utm_source=ig_web_copy_link সেই গানের ছন্দেই এবার পা মিলিয়েছেন জাহ্নবী। পরনে আকাশি রংয়ের আনারকলি। একগাল হাসি দিয়ে নিজের নাচেই বুঁদ হয়েছেন অভিনেত্রী। কত্থকের নৃত্যশৈলীর পাশাপাশি রয়েছে ক্লাসিকাল ড্যান্সের মডার্ন ফর্মও। কোরিওগ্রাফারের সঙ্গে মনে খুশিতে নাচতে দেখা গিয়েছে সবার আদরের ‘জানু’-কে। তবে একদম শেষে গিয়ে আয়নার সামনে গিয়েই বসে পড়লেন জাহ্নবী। দর্শকদেরও মনে হতে পারে একটু যেন তাল কাটল। একথা স্বীকার করেছেন জাহ্নবী নিজেও। ভিডিও শেয়ার করে লিখেছেন, “যখন ফিনিশিং টাচ বা নাচের শেষ ঠিকঠাক হয় না তখন একটু অতি নাটুকে অভিনয় তো করতেই হয়।“ নাচের শেষে কোরিওগ্রাফারের সঙ্গে হেসে গড়িয়ে পড়তেও দেখা গিয়েছে জাহ্নবীকে। সোশ্যাল মিডিয়ায় জাহ্নবীর নাচের এই ভিডিও ছড়িয়ে পড়তেই মা শ্রীদেবীর সঙ্গে তাঁর নাচের তুলনা করেছেন অনেকেই। তবে নেটিজেনদের একটা বড় অংশের মতে শ্রী-র মতো কেউ হতেই পারবেন না। ডিভা তো একজনই হন। তবে জাহ্নবীও নিজের জায়গায় যথেষ্ট সুন্দর। এমন একটা গানের সঙ্গে খুবই ভালো নেচেছেন তিনি। জাহ্নবী কাপুরের নাচের প্রশংসা করেছেন বলিউডের অন্যান্য তারকারাও। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ১১ লাখ পেরিয়েছে জাহ্নবীর এই নাচের ভিডিও-র ভিউ।