প্রযোজকের বাড়ির সামনে স্কার্ফে মুখ ঢেকে ইরফান! শ্যুটিংয়ে ফিরছেন কি? জল্পনা তুঙ্গে
দ্য ওয়াল ব্যুরো: তিনি দেশে ফিরেছেন এ কথা আগেই জানা গিয়েছিল। ক'দিন আগে মুম্বই বিমানবন্দরে দেখাও গিয়েছিল তাঁকে। তবে এ বার অভিনেতা ইরফান খানকে দেখা গেল 'হিন্দি মিডিয়াম' ছবির প্রযোজক দীনেশ ভিজানের বাড়ির সামনে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতে
শেষ আপডেট: 15 March 2019 13:00
দ্য ওয়াল ব্যুরো: তিনি দেশে ফিরেছেন এ কথা আগেই জানা গিয়েছিল। ক'দিন আগে মুম্বই বিমানবন্দরে দেখাও গিয়েছিল তাঁকে। তবে এ বার অভিনেতা ইরফান খানকে দেখা গেল 'হিন্দি মিডিয়াম' ছবির প্রযোজক দীনেশ ভিজানের বাড়ির সামনে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই সবার মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি ফের শ্যুটিং ফ্লোরে ফিরছেন ইরফান? 'হিন্দি মিডিয়াম-২'-তে দেখা যাবে তাঁকে?
২০১৮ সালের মার্চ মাসে আচমকা ঝড়ের মতো আছড়ে পড়েছিল ইরফান খানের অসুস্থতার খবর। অভিনেতা নিজেই জানিয়েছিলেন, বিরল এবং জটিল রোগ নিউরোএন্ডোক্রিন টিউমারে আক্রান্ত হয়েছেন তিনি। পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য লন্ডনে পাড়ি দেন ইরফান।তারপর থেকেই একাধিকবার অভিনেতার দেশে ফেরা নিয়ে ছড়িয়েছে নানান গুজব।
প্রথমে শোনা গিয়েছিল দিওয়ালির সময় ভারতে ফিরবেন ইরফান। পরিবারের সঙ্গে উৎসব পালন করেই যোগ দেবেন কাজে। 'হিন্দি মিডিয়াম' ছবি সিক্যুয়েলের শ্যুটিংয়ে দেখা যাবে তাঁকে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিন স্বয়ং অভিনেতা। সাফ জানিয়ে দেন সেই মুহূর্তে দেশে ফেরার কোনও প্ল্যান নেই। বরং লন্ডনেই আরও কিছুদিন চিকিৎসা চলবে তাঁর।
এরপর ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে দেশে ফেরেন ইরফান। সেই সময়েই ফের চাড়া দিয়ে ওঠে ইরফানের ফ্লোরে ফেরার জল্পনা। অভিনেতার ঘনিষ্ঠরা জানান, দেশে ফিরলেও কবে শ্যুটিংয়ে যোগ দেবেন সে ব্যাপারে কিছুই ঠিক করেননি অভিনেতা। তবে ইরফান দেশে ফেরার পরেই 'হিন্দি মিডিয়াম' ছবির প্রযোজক দীনেশ ভিজান জানিয়েছিলেন, ১৫ দিনের মধ্যে ছবির সিক্যুয়েলের ব্যাপারে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন তিনি। তারপর দীনেশ অবশ্য কিছু ঘোষণা করেননি। কিন্তু চলতি সপ্তাহের বৃহস্পতিবার প্রযোজকের বাড়ির সামনে ইরফানের গাড়ি দেখেই দুইয়ে দুইয়ে চার করে নিয়েছেন অভিনেতার অনুরাগীরা।
মুম্বই বিমানবন্দরেও মাফলারে মুখ ঢেকে রেখেছিলেন ইরফান। ক্যামেরা ম্যানদের অনুরোধ করে মৃদু স্বরে বলেছিলেন "ছবি তুলবেন না প্লিজ"। এ দিন দীনেশের বাড়িতেও স্কার্ফ দিয়ে মুখ ঢেকেই গিয়েছিলেন অভিনেতা।
তবে 'হিন্দি মিডিয়াম-২'-তে ইরফানের ঝলক পাওয়া যাবে কিনা, কিংবা কবে শুরু হবে শ্যুটিং, তা অবশ্য সময়ই বলবে।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/news-entertainment-irrfan-khan-spotted-at-mumbai-airport/