Latest News

রোমান্সের জন্য করিনাই ফেভারিট, বেবো মানেই সহজ প্রেম, বললেন আমির

দ্য ওয়াল ব্যুরো: করিনার সঙ্গেই সব ছবিতে রোম্যান্স করতে চান আমির খান। খুব সাবলীল ভাবেই নাকি বেবোর সঙ্গে রোম্যান্টিসিজম আসে মিস্টার পারফেকশনিস্টের। ভ্যালেন্টাইনস ডে-তে একথা খোদ জানালেন আমির।

‘লাল সিং চাড্ডা’-তে আমির খানের সঙ্গে অভিনয় করছেন করিনা কাপুর। এতদিন ছবির পোস্টারে কেবল দেখা গিয়েছে আমিরের নয়া লুক। গাল ভর্তি দাড়ি, মাথায় শিখদের পাগড়ি—-একদম নতুন ভাবে পর্দায় আসছেন আমির। তবে করিনাকে এ ছবিতে কেমন লাগছে সেটা এতদিন জানা যায়নি। ভালোবাসার দিনের প্রকাশ্যে এল বেবোর নয়া লুক। আর সেই পোস্টার শেয়ার করেই আমি লিখেছেন, “পাওয়ার ইচ্ছে, হারিয়ে ফেলার ভয়—-এটাই জীবনের সফর।” এরপরেই আমির লিখেছেন, করিনার সঙ্গেই সব ছবিতে রোম্যান্স করতে চান তিনি। কারণ সাবলীল ভাবেই সেটা হয়ে যায়।

এর আগে ‘থ্রি ইডিয়টস’ ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন আমির-করিনা। ‘তলাশ’ ছবিতেও একসঙ্গে দেখা গিয়েছিল দুই তারকাকে। ফের একবার একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে তাঁদের। ১৯৯৪ সালে হলিউডে রিলিজ হয়েছিল ‘ফরেস্ট গাম্প’। এই ছবিরই হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। ইংরেজি ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছিলেন টম হ্যাঙ্কস। সেই চরিত্রেই এবার অভিনয় করবেন আমির।

You might also like