শেষ আপডেট: 29 July 2023 01:46
দ্য ওয়াল ব্যুরো: আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই প্রযুক্তির বহুল ব্যবহারের প্রতিবাদে টানা ধর্মঘট চলছে হলিউডে (Hollywood)। রীতিমতো অচলাবস্থা সেখানে। আর এই বনধ্ (strike)-এর জেরেই স্থগিত হতে চলেছে এমি অ্যাওয়ার্ডস (EMMI Awards)। সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই এই অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ধর্মঘটের জেরে অনুষ্ঠান নিয়ে টালবাহানা শুরু হয়েছে। তবে আয়োজকরা বলছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছনো পর্যন্ত তাঁরা অপেক্ষা করতে চান।
এআই (AI)-এর ব্যবহার ক্রমশ বাড়ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। হলিউডও পিছিয়ে নেই। আর এই বাড়বাড়ন্তেই দুশ্চিন্তায় পড়েছেন হলিউডের কলাকুশলীরা। প্রতিবাদে সরব হয়েছেন বহু নামী তারকাও। হলিউডে কাজের সুবাদে এই ধর্মঘটে সামিল হয়েছিলেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলি তারকারাও।
শিল্পীদের দাবি, এখন যে কোনও কাজে বেশিরভাগ সময়েই আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম মেধার ব্যবহার হচ্ছে। এর যেমন ভাল দিক রয়েছে, তেমন খারাপ প্রভাবও রয়েছে। আর সেটাই বেশি পড়ছে ইন্ডাস্ট্রিতে। কাজ হারাচ্ছেন বহু মানুষ। তাই নিজেদের কাজ সুনিশ্চিত করা ও এআই-এর ব্যবহার নিয়ন্ত্রিত করার ডাক দেওয়া হয়েছে। ভবিষ্যতে এআই-এর দাপট বাড়লে কী কী ক্ষতি হতে পারে, তা নিয়ে সেই ইন্ডাস্ট্রিতে বহু ছবি হয়েছে। এবার খোদ হলিউডের শিল্পীরাই সেই এআই-এর দাপটে শঙ্কিত।
মেরিলিন মনরো থেকে রিহানা, নগ্নতাই যেন ‘পোশাক’! দেখুন ৫ হলিউড তারকার চোখ ধাঁধানো ফ্যাশন