শেষ আপডেট:
দ্য ওয়াল ব্যুরো: বিপাকে এলভিস যাদব। ফের গাজিয়াবাদ থানায় জনপ্রিয় ইউটিউবার এলভিস যাদব এবং তাঁর চার সঙ্গীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযোগ, মানেকা গান্ধীর স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের হুমকি দিয়েছেন তাঁরা।
অভিযোগ অনুযায়ী, মানেকা গান্ধীর সংস্থার কর্মীদের ভয় দেখানো এবং হেনস্থা করার চেষ্টা করেছেন এলভিস এবং তাঁর সঙ্গীরা। এই ঘটনার পরপরই পুলিশের তরফে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, এর আগেও একই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে এলভিসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। সেই সময় বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছিল।
বিগ বসের এই বিজয়ী ইউটিউবারের বিরুদ্ধে পরপর অভিযোগ ওঠায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং ঘটনার তদন্ত চলছে।
এলভিস যাদবের জনপ্রিয়তা যেমন রয়েছে, তেমনই বিতর্কও তাঁর পিছু ছাড়ছে না। পরপর এমন অভিযোগ ওঠায় তাঁর অনুরাগীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এই ঘটনা ঘিরে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। একাধিক পোস্ট করে পাশে দাঁড়াচ্ছেন তাঁর বহু অনুরাগীরা।