শেষ আপডেট: 12th February 2025 15:00
দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ব্রিটিশ পপ তারকা এড শিরান বর্তমানে তার ম্যাথেমেটিক্স ট্যুরের অংশ হিসেবে ভারত সফরে রয়েছেন। সম্প্রতি তিনি পশ্চিমবঙ্গের জিয়াগঞ্জ, অরিজিৎ সিংয়ের সঙ্গে শহরে সফর করেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অরিজিৎ সিং তাঁর স্কুটারে শিরানকে নিয়ে ঘুরছেন, এবং তাদের সঙ্গে একটি বড় দলও রয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, তারা কোনও বিরাট নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই সাধারণভাবে বাইরে বেরিয়েছিলেন এবং একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছিলেন।
View this post on Instagram
এখন, একই এলাকা থেকে আরেকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এড শিরান একটি স্থানীয় লাসি দোকানে বসে লস্যি খাচ্ছেন। ইনস্টাগ্রাম একাউন্ট @believeinarijit দ্বারা শেয়ার করা ভিডিওতে শিরান ও তাঁর দলের সদস্যরা দেখা যাচ্ছে, যারা ক্যামেরা সরঞ্জাম নিয়ে সেখানে ছিলেন। দোকানদার শিরানকে লস্যি দেয় এবং তিনি ধন্যবাদ জানান। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, 'যখন এড শিরান বাঙালির মিষ্টির সঙ্গে দেখা করেন - জিয়াগঞ্জের লস্যি মুহূর্ত!'
এই ভিডিওটি অনলাইনে অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও। অনেকেই অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, 'আমার ভেবেই অবাক লাগছে, ওনার কাছে কোনও নিরাপত্তারক্ষী নেই। কী সাধারণভাবেই উনি এদিক ওদিক ঘুরে বেরাচ্ছেন।'
আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, 'ভারতের লস্যি না খেলে উনি সত্যিই একটা ভাল জিনিস মিস করে যেতেন।' কেউ আবার কমেন্টে জানিয়েছেন, 'লস্যি বিক্রেতার উদারতা দেখুন, তিনি কীভাবে কিংবদন্তীর থেকে টাকা নিতেও অস্বীকার করলেন। এটাই বোধহয় পশ্চিমবঙ্গের আতিথেয়তা।'