শেষ আপডেট: 10th February 2025 16:29
দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে ভারতে রয়েছে ব্রিটিশ পপ গায়ক এড শিরাল। যাঁর 'শেপ অব ইউ', 'পারফেক্ট' গানের তালে মুগ্ধ তামাম দুনিয়া। এ হেন এডের সঙ্গে রবিবারই ঘটে গিয়েছে এক অনভিপ্রেত ঘটনা। বেঙ্গালুরুর রাস্তায় যখন ভক্তদের সঙ্গে এক ওপেন মাইক পারফরম্যান্স করছিলেন তিনি, ঠিক সেই সময়েই পুলিশ এসে হাজির হয় সেখানে। খুলে নেওয়া হয় সশিরানের মাইকের কানেকশন। বন্ধ করে দেওয়া হয় কনসার্ট।
এ নিয়ে যখন শিরান ভক্তরা রীতিমতো ক্ষিপ্ত ঠিক তখনই ইনস্টাগ্রামে এ নিয়ে এক বিবৃতি দিয়েছেন এড। তিনি লেখেন, "আমাদের বাস্ক করার অনুমতি ছিল। যে জায়গার জন্য পারমিশন নেওয়া হয়, সেখানেই বাস্কিং করছিলাম আমরা। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি। যদিও এখন সব ঠিক আছে।"
ঠিক কী ঘটেছিল? গতকাল অর্থাৎ ফেব্রুয়ারির ৯ তারিখ শিরান বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে পারফর্ম করছিলেন শিরান। পুলিশ অফিসার এসে তাঁদেরকে জায়গা ছেড়ে দিতে বলেন। রাজি না হলে মাইক খুলে নেওয়া হয়। এডের টিম অনুমতি নিয়ে বাস্কের কথা জানালেনও পালটা পুলিশের তরফে দাবি করা হয়, অনুমতি চেয়েছিলেন তাঁরা। তবে অনুমতি দেওয়া হয়নি।
উল্লেখ্য সারা ভারত জুড়েই এই ফেব্রুয়ারি মাসে শো করবেন শিরান। আগামী ১২ তারিখ তাঁর শো রয়েছে শিলংয়ের। এরপর আগামী ১৫ তারিখ শিরানের কনসার্টে রয়েছে গুরগাঁওতে।