শেষ আপডেট: 13th February 2025 16:42
দ্য ওয়াল ব্যুরো: ভারতে কনসার্ট করতে এসে সময় দারুণ কাটাচ্ছেন জনপ্রিয় ব্রিটিশ গায়ক এড শিরান। সম্প্রতি শিলং-এ কনসার্ট করেছেন তিনি, যেখানে তাঁর মনোমুগ্ধকর পারফরম্যান্স উপভোগ করেছেন দর্শকরা। তবে শুধুই গান নয়, শিলংয়ে এড শিরান সময় কাটিয়েছেন বলিউড অভিনেতা জন আব্রাহামের সঙ্গেও। জনের সঙ্গে ফুটবল খেলেছেন তিনি।
জনের স্ত্রী প্রিয়া আব্রাহাম ইনস্টাগ্রামে এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিতে জন ও প্রিয়াকে সাদা টি-শার্টে দেখা গিয়েছে, আর এড শিরান পরেছিলেন নীল জার্সি। এড নিজেও তাঁর ভারত সফরের নানা মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। জন আব্রাহামের সঙ্গে ছবি দিয়ে মজার ক্যাপশনে লিখেছেন, '@thejohnabraham এখন @ipswichtown দলের ফ্যান!'
View this post on Instagram
ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রচুর মানুষ লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই পোস্টে। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, 'এড শিরান সত্যিই ডাউন টু আর্থ। কলকাতার কিছু ভিডিও দেখে তা স্পষ্ট।'
এড শিরান তাঁর ভারত সফর শুরু করেন ৩০ জানুয়ারি, পুনেতে এক দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে। এরপর ২ ফেব্রুয়ারি হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে কনসার্ট করেন, যেখানে উদ্বোধন গায়ক আরমান মালিক। চেন্নাইয়ের কনসার্টে এড শিরান মঞ্চে যোগ দেন কিংবদন্তি সংগীত পরিচালক এ আর রহমানও।