শেষ আপডেট: 6th March 2025 17:16
‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন...’
—জীবনানন্দ দাশ
এখানে ‘পাখিরা’ রূপক শুধুমাত্র। পরিচালকরাই ‘সত্যি’। গত শনিবার অর্থাৎ ১লা মার্চ, ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (EIMDA-Directors) বার্ষিক সাধারণ সভার পরপরই একে একে পরিচালক ফিরছেন ঘরে। কোনও পরিচালক কার্ড ‘রিনিউ’ করলেন, কেউ হলেন ‘নতুন’ সদস্য! EIMDA-তেই ঠাঁই খুঁজে পেলেন, অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র, রাহুল মুখোপাধ্যায়রা।
EIMDA-তে এবার ‘ফিরে আসা’ সদস্য হলেন পরিচালক জুটি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় (shiboprosad mukherjee and nandita roy)। বিষয়টি নিশ্চিত করতে ফোনে ধরা হয় ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স সংগঠনের কোষাধ্যক্ষ শুভম দাসের সঙ্গে। তিনি বলেন, ‘শিবুদা এবং নন্দিতাদির সদস্যপদের ক্রমিক সংখ্যা ছিল। যখন তাঁরা ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনে যোগ দেন, তখনও তাঁরা সদস্য ছিলেন। কিন্তু এটাও ঠিক সক্রিয়ভাবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তবে এবার তাঁরা আবার আমাদের সঙ্গে যোগ দিলেন।’
টলিপাড়ার অন্দরে এও খবর, একটি মাত্র ডিরেক্টর গিল্ডকেই আগামীদিনে ‘কাজের স্বীকৃতি’ দেওয়া হবে। সে কারণেই একের পর এক ‘নামজাদা’ পরিচালকরা ফিরছেন পুুরনো ঘরে? সূত্রের খবর, ‘কথাটি পুরোপুরি বাদ দেওয়ার নয়। শুধু কাজের স্বীকৃতি নয়, ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ কিংবা সম্ভাবনা থাকবে পাবেন কি না, তা নিয়েও সন্দেহ আছে?’
প্রজাতন্ত্র দিবসের দ্বিপ্রহরে আইটিআইয়ের মাঠে আয়োজিত হয়েছিল এক ক্রিকেট ম্যাচ। কস্টিউম ম্যান আর ফেডারেশনের সেই প্রীতি ম্যাচে হাসিহাসি মুখে হাজির ছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। হাতে ধরেছিলেন ব্যাট। আর বল করেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসও। টলিপাড়ার কৌতূহলী মনে উঠেছিল প্রশ্ন খেলাতেই কি দ্বন্দ্ব ঘুচিল? প্রশ্নের জবাব অবশ্য মেলেনি।
১ লা মার্চের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (EIMDA-Directors) বার্ষিক সাধারণ সভায় যৌথ সিদ্ধান্তে ঠিক হয় দুটি পদ। প্রথমটি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী সভাপতি হলেন অনুপ সেনগুপ্ত। এবং স্বরূপ বিশ্বাস, হলেন প্রধান উপদেষ্টা। স্বরূপ আবার ফেডারেশনের সভাপতিও বটে।
প্রশ্ন উঠছে নতুন দল ছেড়ে পুরনোতেই কি ধীরে-ধীরে ফিরতে চলেছেন ‘বিক্ষুব্ধ’ পরিচালকরা? শুধু কি সময়ের অপেক্ষা?