শেষ আপডেট: 26th September 2023 11:35
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতে 'পাঠান' এবং সেপ্টেম্বরে 'জওয়ান' দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন শাহরুখ খান। ভারত তথা গোটা বিশ্বজুড়ে দু'টি ছবিই ১০০০ কোটির বেশি আয় করেছে। বলা হচ্ছে, এই ২০২৩ সাল আসলে শাহরুখের একারই বছর। কারণ এই বছরেরই শেষে বড়দিনের (Christmas) সময় মুক্তি পাবে অভিনেতার আরও একটি ছবি- 'ডানকি'। ফলত শাহরুখের সঙ্গে এবার কেউই যে টক্কর দিতে চাইবে না সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু 'কেজিএফ'-এর ডিরেক্টর প্রশান্ত নীল বোধহয় তার উল্টোটাই ভেবেছিলেন। আর এই কারণেই তিনি তাঁর পরবর্তী ছবি 'সালার' মুক্তি দিতে চলেছেন শাহরুখের সঙ্গেই (Dunki Vs Salaar)।
আগামী বড়দিনের সময়, ২২ ডিসেম্বর মুক্তি পাবে 'সালার'। যা বক্স অফিসে 'ডানকি'-র সঙ্গে ক্ল্যাশ করবে। সোমবার রাতেই 'সালার'-এর নির্মাতারা সরকারিভাবে এই ছবি মুক্তির দিন ঘোষণা করে দিয়েছেন। মাসখানেক আগে এই ছবির যে টিজার বেরিয়েছে, তাতে পরিষ্কার বোঝা গিয়েছে যে 'কেজিএফ'-এর মতই পুরোপুরি মাস এন্টারটেনার হতে চলেছে 'সালার'ও। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে তেলুগু তারকা প্রভাসকে। উল্লেখ্য, ছবিটি সেপ্টেম্বরেই বেরোনোর কথা ছিল। তবে সিনেমার ক্লাইম্যাক্স পরিচালকের পছন্দ না হওয়ায় তা আবার নতুন করে শ্যুট করা হয়েছে।
তাহলে কি 'কেজিএফ'-এর সাফল্যই পরিচালককে এতটা আত্মবিশ্বাস জোগাচ্ছে? প্রশ্নের উত্তর খুঁজতে পিছিয়ে যেতে হবে ২০১৮ সালের ডিসেম্বরে। সেবছর বড়দিনের আগে একইদিনে মুক্তি পেয়েছিল শাহরুখের 'জিরো' এবং যশের 'কেজিএফ'। বলাই বাহুল্য, ওই বছরে অন্যতম সেরা এবং ব্যবসাসফল সিনেমা হয়েছিল কন্নড় ভাষার এই ছবিটি।
প্রশান্ত ছিলেন এই 'কেজিএফ'-এর পরিচালক। অন্যদিকে শাহরুখের সিনেমাটি বক্স অফিসে রীতিমতো মুখ থুবড়ে পড়ে। যে কারণে অভিনেতা চার বছরের জন্য সিনেমা থেকে দূরেই সরে গিয়েছিলেন। সিনেমা বিশেষজ্ঞদের কথায় ২০২৩-এর ডিসেম্বরেও ২০১৮ সালের পুনরাবৃত্তি ঘটাতে চাইছেন প্রশান্ত নীল। আর সেই তাগিদেই শাহরুখের ছবির সঙ্গে একইদিনে তিনি মুক্তি দিতে চলেছেন 'সালার'। তবে ভুললে চলবে না, 'জিরো' নিয়ে তেমন হাইপ না থাকলেও এবছর 'ডানকি' নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। কারণ ছবির পরিচালক রাজকুমার হিরানি। এই কথা সম্প্রতি স্বীকার করেছেন শাহরুখ নিজেও।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি লিখেছেন, 'ছবির পরিচালক যেখানে রাজু হিরানি সেখানে ছবির আর কিছু প্রয়োজনই নেই।' তাই এই কথা হলফ করে বলা যায় যে, 'জিরো'কে 'কেজিএফ' যতটা সহজে ধাক্কা দিয়ে পিছনে ফেলতে পেরেছিল, 'সালার' সেই সুযোগটা পাবে না। লড়াই হবে সমানে সমানে। কিংবা বলা ভাল, 'পাঠান' এবং 'জওয়ান'-এর মত পরপর দু'টো ব্লকবাস্টার হিট সিনেমা দিয়ে এই লড়াইয়ে খানিকটা এগিয়ে থেকেই শুরু করবেন শাহরুখ খান। এখন অপেক্ষা শুধু ডিসেম্বরের।
১০০০ কোটির ক্লাবে জওয়ান, শাহরুখ তৈরি করলেন নয়া বেঞ্চমার্ক!