Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
মিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধনতিন বছরের অপেক্ষার অবসান, প্রকাশ্যে ‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ৫-এর টিজারওড়িশায় ফের যৌন হেনস্থায় অভিযুক্ত অধ্যাপক, ছাত্রী-মৃত্যুর পরপরই প্রকাশ্যে আরও এক কাণ্ডশরীরে পাতলা হলুদ বিকিনি, গ্রিসের সমুদ্র সৈকতে ‘লুঙ্গি ডান্স’ করলেন 'হটি' করিনাহ্যাঁ, মেয়েকে আমরা দত্তক নিয়েছি, লোককে জানানোর মধ্যে তো কোনও মাহাত্ম্য নেই: রূপঙ্করবম্বে গিয়ে নায়ক হওয়া হয়নি, তবু অভিনয়েই মন জিতেছেন রবি কিষান, জন্মদিনে দেখুন এই ৬ সিনেমা
Dunki VS Salaar Box Office Collection

বছরের শেষ দিনে বক্স অফিসে তুমুল লড়াই! শাহরুখ কি হারাতে পারলেন প্রভাসকে

বছর শেষে নিরাশ করল না রাজকুমার হিরানি আর শাহরুখের জুটি। অন্যদিকে, একের পর এক ফ্লপের পর প্রভাসের ভাগ্য ফিরিয়েছে সালার।

  বছরের শেষ দিনে বক্স অফিসে তুমুল লড়াই! শাহরুখ কি হারাতে পারলেন প্রভাসকে

শেষ আপডেট: 1 January 2024 08:44

দ্য ওয়াল ব্যুরো: পর পর  ১০০০ কোটির ব্লকবাস্টারের পর ২০২৩-এ শাহরুখের তৃতীয় রিলিজ ‘ডানকি’। আর সেই ছবি ঘিরে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। কিন্তু ছবি মুক্তির প্রথম দিকে উন্মাদনা খানিকটা দেখা গেলেও ভাটা পড়েছিল। তবে বছর শেষে নিরাশ করল না রাজকুমার হিরানি আর শাহরুখের জুটি। অন্যদিকে, একের পর এক ফ্লপের পর প্রভাসের ভাগ্য ফিরিয়েছে সালার। শাহরুখের সঙ্গে জোর টক্করে পিছিয়ে নেই দক্ষিণী ছবিটিও। 

মুক্তির প্রথম সপ্তাহে যদিও 'ডানকি' র ১৬০ কোটিকে ছাপিয়ে দেশের বক্স অফিসে সালারের কালেকশন ছিল ৩০৮ কোটি টাকা। তবে বছরের শেষদিন প্রভাসকে জোর টক্কর দিয়েছেন বলিউড বাদশা। সেয়ানে সেয়ানে লড়াইয়ের পর জিতল কে? 

২০২৩ সালটা যেন আক্ষরিক অর্থে শাহরুখের কামব্যাকের বছর। জানুয়ারিতে ‘পাঠান’, তারপর ‘জওয়ান’। শেষে 'ডানকি' কত আয় করতে পারে সেদিকেই নজর ছিল বলিউডের। প্রথম দিকে নিরাশ করলেও বছরের শেষ দিনে বেশ নজরকাড়া আয় করেছে 'ডানকি'। নির্মাতাদের মতে, 'ডানকি' ইতিমধ্যে বিশ্বব্যাপী ৩৬০ কোটি টাকা আয় করে ফেলেছে। আর রবিবার গোটা দেশে শাহরুখের ছবিটি বারো কোটি টাকা আয় করেছে বলে খবর। 

অন্যদিকে, প্রভাস অভিনীত 'সালার' ডানকি’র ঠিক একদিন পরে মুক্তি পেয়েছিল। প্রথম থেকেই প্রভাসের ছবি শাহরুখকে বেশ জোর টক্কর দিয়েছিল। মুক্তির দশ দিন পরেও ভালো পারফরম্যান্স অব্যাহত রেখেছে 'সালার'। ইতিমধ্যে সালার বক্স অফিসে ৩৫০ কোটি টাকা আয় করেছে।

'রাধে শ্যাম'-এর ভরাভুবির পর সালার নিয়ে বিশেষ আশাবাদী ছিলেন না অনেকেই। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ৯০ কোটির ব্যবসা হাঁকিয়ে সকলকে ভুল প্রমাণিত করে 'সালার'। ৩১শে ডিসেম্বরও ডানকি-র থেকে কড়া টক্কর পেলেও শেষ হাসি হাসলেন প্রভাসই। ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বক্স অফিসে 'সালার'-এর আয় ৩৪৫ কোটি টাকা।  

আজ বছরের প্রথম দিনও ছুটির আমেজ। তাই সোমবারই ৫০০ কোটির গন্ডি পেরিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী নির্মাতারা। যদিও ডানকি তথা শাহরুখের সঙ্গে সোশ্যাল মিডিয়ার দৌলতে যে অহেতুক প্রতিযোগিতা তৈরি হয়েছে তাতে বিরক্ত সালার পরিচালক প্রশান্ত নীল। তাঁর মতে, 'আমরা একসঙ্গে ভালো ব্যবসা করতে চাই।'


ভিডিও স্টোরি