শেষ আপডেট: 21st September 2024 16:49
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ চলছে গোটা দেশ জুড়ে। বিচারের দাবিতে সামিল হয়েছিলেন বিদেশের মানুষও। এবার এই আবহে লন্ডনে ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান বাতিল হয়ে গেল।
দীর্ঘ অবস্থানের পর কাজে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু, তার মধ্যেও শহরে বিচারের দাবিতে আন্দোলন চলছেই। পুজোর বাকি হাতে গোনা মাত্র ক'দিন। এ বছর ষষ্ঠী পড়েছে ৯ অক্টোবর। সেদিনই আবার চিকিৎসক মৃত্যুর ঘটনার দু'মাস হবে।
৫ অক্টোবর লন্ডনের একাধিক জায়গায় অনুষ্ঠান করার কথা ছিল ডোনার। মহালয়ার পর থেকেই নিজের নাচের দল নিয়ে সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানকার এক পুজো কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়েছে সদস্যদের আবেগের কথা মাথায় রেখে অনুষ্ঠান বাতিল করছে। গোটা বিষয়টা উদ্যোক্তাদের তরফে সমাজমাধ্যমেও জানানো হয়েছে।
উদ্যোক্তাদের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে সৌরভপত্নীও জানিয়েছেন, তিনিও এই আবহে কোনও রকম বিনোদনমূলক অনুষ্ঠান চান না। লন্ডনের পাশাপাশি কলকাতাতেও প্রতিবছরের মতো এবারও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাঁর দল ‘দীক্ষামঞ্জরী’।
প্রসঙ্গত, আরজি কর কাণ্ড নিয়ে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। 'বিচ্ছিন্ন ঘটনা' বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন। এর পরেই তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন, তাতে হেঁটে বিচার চেয়েছিলেন সৌরভ। অনেকেই বলেছিলেন, বিতর্ক ঢাকতে এই মিছিলের আয়োজন। কিন্তু চিকিৎসক তরুণীর মৃত্যুর একমাসের মাথায় ফের বেফাঁস মন্তব্য করেন ডোনাও। বলেন, ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে...।’
যদিও পরে এর ব্যাখ্যা দিয়ে ডোনা জানিয়েছিলেন 'আমি পাগল নই যে রেপ সমর্থন করব। আমি নারী, আমারও মেয়ে আছে, আমিও একজন মা। আমি নিজের মতো করে প্রতিবাদেও সামিল হয়েছি। কারও যদি মনে হয় অন্য এক নারীকে ছোট করে খুশি হবেন, তাহলে তাদের চিকিৎসার প্রয়োজন।'