শেষ আপডেট: 9th August 2023 06:40
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ জল্পনার পর মুক্তি পেল ডন ৩-এর (Don 3) টিজার। এবার শাহরুখের জুতোয় পা গলালেন রণবীর সিং। দীর্ঘদিন ধরেই কানাঘুষোয় এই ছবির কথা শোনা যাচ্ছিল, অবশেষে সব জল্পনার অবসান।
রণবীর সিংই হতে চলেছেন শাহরুখ পরবর্তী ডন এই খবর বাতাসে ভাসলেও ডন ফ্র্যাঞ্চাইজির ছবিতে শেষ মুহূর্ত পর্যন্ত কে হতে চলেছেন ডন তা নিয়ে সকলের কৌতূহল ছিলই।
বুধবার সকালেই ইউটিউবে মুক্তি পেল ডন ৩-এর টিজার। সেখানে একেবারে ডনের চেনা ভঙ্গিতেই দেখা যাচ্ছে রণবীরকে তথা ডনকে, যাকে খুঁজছে ১১ টি দেশের পুলিশ। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে চামড়ার জ্যাকেট, চামড়ার বুট পরে পিছন ফিরে বসে রয়েছেন রণবীর, নিজেকে পরিচয় দিচ্ছেন ডন বলে।
টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই তুমুল উত্তেজিত নেটপাড়া একরকম দুভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। নতুন ডন হিসেবে রণবীরকে ভালই মানিয়েছে, একথা যেমন বলছেন রণবীরের অনুরাগীরা, তেমনই অন্যদিকে কিং খানের ম্যাজিকের কাছে রণবীর ফিকে, মনে করছেন কেউ কেউ। প্রসঙ্গত, ২০০৬ এবং ২০১১ সালে শাহরুখ খানের দুটি 'ডন' ছবিই বক্স অফিসের নিরিখে ব্লকবাস্টার ছিল। সেখানে কেমন ফল করে ডন ৩ সেদিকেই আপাতত তাকিয়ে সকলেই।
তবে রণবীর সিংকে পর্দায় ডন হিসেবে দেখার জন্য এখনও ২ বছর অপেক্ষা করতে হবে দর্শককদের। ২০২৫ সালে বড় পর্দায় মুক্তি পাবে ডন ৩।