শেষ আপডেট: 8th January 2025 19:22
এই মুহূর্তে বক্স অফিস কাঁপাচ্ছে 'খাদান'। বহুদিন পর হলমুখী আমজনতা। সৌজন্যে দেব। তবে দেবের একা নন, খাদানের সাফল্যের পিছনে হাত রয়েছে গোটা টিমের। সম্প্রতি ওই ছবিরই বেশ কিছু 'বিটিএস' শেয়ার করেছেন দেব। কাদামাখা শরীর, এক ঝলক দেখলে চেনা মুশকিল। সঙ্গে আবার বাংলার আরও এক অভিনেতা, যার জীবনে 'খাদান' অন্যতম গুরুত্বপূর্ণ ছবি। কে তিনি? দেব-ভক্তদের মস্করা, 'চিনতে পারলে খামারবাড়িতে থাকা ফ্রি।'
তিনি আর কেউ নন, অভিনেতা জন ভট্টাচার্য। ছোট পর্দা থেকে কেরিয়ার শুরু করলেও দেবের খাদানে তিনি অভিনয় করেছেন এক গুরুত্বপূর্ণ চরিত্রে। চরিত্রটি নেতিবাচক হলেও মোড় ঘোরানো। তাঁকে নিয়েই ছবি শেয়ার করেছেন দেব। সঙ্গে তাঁর সিগনেচার ক্যাপশন 'এমনি'।
এর আগে খাদানের সাফল্য নিয়ে দ্য ওয়ালের কাছে মুখ খুলেছিলেন দেব। তিনি বলেন, "'একের পর এক শো হাউজফুল হচ্ছে। 'খাদান'ই প্রথম কোনও বাংলা ছবি যার জন্য রাত ২টোয় হল খুলতে হয়েছে। শীতের রাতে ব্যান্ডপার্টি নিয়ে মানুষজন ছবি সেলিব্রেট করেছেন। নাচ-গান করেছেন। সেই ভিডিও ভাইরালও হয়েছে।'
তাঁর কথায়, 'এই ইন্ডাস্ট্রিকে যদি বড় করতে হয় তাহলে খাদানের মতো ছবিকেই ব্লকবাস্টার হতে হবে। এ ধরনের ছবিতে টাকা রোল করার জায়গা থাকে। আর খাদানে যদি সেটা হয় তাহলে অন্যান্য সিনেমাগুলোও সাহস পাবে। পরিচালক-প্রযোজকদেরও একটা আত্মবিশ্বাস তৈরি করে দেবে।'