শেষ আপডেট: 29th December 2024 20:24
তাঁর উত্থান দেখবার মতো। বড় পর্দায় ডেবিউ সুপারস্টার শাকিব খানের হাত ধরে। সেই ছবি হিট হতেই ইধিকা পালের নায়ক দেব, ছবির নাম 'খাদান'। প্রথম সপ্তাহেই খাদান বক্সঅফিসে বাজিমাত করেছে। দেবের ক্যারিশ্মা, যীশুর অভিনয়ের পাশাপাশি এই ছবির অন্যতম ইউএসপি হিসেবে যাকে গণ্য করা হচ্ছে তিনি ইধিকা।
শুরুটা হয়েছিল ধারাবাহিকের হাত ধরেই। তবে সে সময় তিনি কিন্তু ইধিকা ছিলেন না। জানেন ইধিকার আসল নাম কী?
তাঁর আসল নাম টুম্পা পাল। ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার বেশ কিছু সময় পরেই টুম্পা নিজের নাম বদলে করে নেন ইধিকা। দেবী পার্বতীর আর এক নাম ইধিকা। সেই নামেই আজ তিনি পরিচিত।
ইধিকার দ্বিতীয় ধারাবাহিক 'রিমলি'। জি বাংলায় সম্প্রচারিত এই ধারাবাহিক কিন্তু খুব একটা জনপ্রিয় হয়নি। ইধিকা জনপ্রিয়তা পান মূলত 'পিলু' ধারাবাহিকে রঞ্জা চরিত্রে অভিনয় করে। সেকেন্ড লিড হয়েও দর্শকমনে বেশ ছাপ ফেলতে দেখা গিয়েছিল তাঁকে।
আর এর পরেই ঘটে মিরাকল। পরপর দু'টি ছবি। আর তাই হিট। সামনেও বেশ কয়েকটি কাজ রয়েছে ইধিকার। অনেকেই বলছেন, আগামী দিনে তিনি টলিউডের তুরুপের তাস।