শেষ আপডেট: 23rd October 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্দরমহলে আজও তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে। হাসি আর চাহনিতে মন জয় করেছেন নয়ের দশকে। এখনও ডিজাইনার শাড়ি, লাল লিপস্টিক ও সিঁথিতে মোটা সিঁদুর পরে নজর কাড়েন নেটিজেনদের। কথা হচ্ছে রেখার। অভিনয় থেকে দীর্ঘ অনেকগুলো বছর দূরে আছে। কীভাবে চলছে তাঁর? এই সেলেব অভিনেত্রী এখন কেমন আছেন?
সিনেমায় তাঁর মুখ দেখা না গেলেও রেখা মাঝে মধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকেন। তবে ছবির দুনিয়া থেকে পুরোপুরিভাবে সরে গিয়েছেন, এমনটাও নয়। তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার বলেছেন, 'ভাল চরিত্র পেলে আমি অবশ্যই অভিনয়ে ফিরব। ইদানিং আমার মন মতো চরিত্রই পাচ্ছি না। তাই হয়তো বড় পর্দায় আমাকে দেখা যাচ্ছে না।'
একাধিকবার রেখাকে একথা বলতে শোনা গেলেও তাঁকে অনেক বছর ধরেই দেখা যায় না কোনও চরিত্রে অভিনয় করতে। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর উপস্থিতি রয়েছে। অর্থাৎ ছবি থেকে আয় বন্ধ হলেও সময়ের সঙ্গে সঙ্গে বরং বেড়ে গিয়েছে তাঁর পারিশ্রমিক।
এবার প্রশ্ন হল একটা একটা রিয়েলিটি শো থেকে আঁর আয় কত? গুম হ্যায় কিসিকে পেয়ার ম্যায়, রিয়্যালিটি শোয়ে মাত্র এক মিনিটের জন্য যে পারিশ্রমিক নিয়েছিলেন রেখা, তা অবিশ্বাস্য বলে মনে হবে। সূত্রের খবর, এক মিনিটে রেখা পারিশ্রমিক চেয়েছিলেন ৮ কোটি টাকা।
বর্তমানে রেখা মোট ৩৩২ কোটি টাকার মালিক। একটা সময় সিনেমাতে অভিনয় করতে পারিশ্রমিক নিতেন ১৪ কোটি টাকা। তাছাড়া বহু ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রেখা। তার জন্যও মোটা টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন রেখা। তাছাড়া ৬ কোটি টাকা আয় করেন এক একটি সংস্থা থেকে।
২০২১ সালে রাজ্যসভার সদস্য হন রেখা। সেখান থেকেও এক লাখ টাকা পারিশ্রমিক পান রেখা। এছাড়া তিনি সোশ্যাল মিডিয়া থেকেও প্রচুর টাকা আয় করেন। রিয়েলিটি শো-তে মাঝে মাঝেই তাঁকে ডাকা হয় অতিথি হিসেবে। সেখান থেকেও নেহাতই কম আয় হয় না রেখার।