Date : 13th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
থাইল্যান্ড থেকে দিল্লিগামী বিমানে বোমা হুমকি, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার'লাফ দিইনি, বিমান মাঝ আকাশে ভাঙতেই সিট থেকে ছিটকে গেলাম', কী হয়েছিল, জানালেন জীবিত যাত্রীPlane Crash: ইদে দেশে ফিরেছিলেন! পোড়া ছাইয়ের মধ্যে ডিএনএ মিলিয়ে ছেলের খোঁজে বৃদ্ধ‘পাইলট ক্লাইভ কুন্দর পরিবারিক বন্ধু, ভাই নন’, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় গুজব ওড়ালেন বিক্রান্তবিমান দুর্ঘটনায় মাত্র একজনের প্রাণে বেঁচে যাওয়া নতুন কিছু নয়, অন্তত ২৪ বার এমনই ঘটেছেইজরায়েলি হামলায় নিহত ইরানের ২ পরমাণু বিজ্ঞানীও, কড়া প্রত্যাঘাতের হুমকি ইরানেররিকশ চালিয়ে মেয়েকে পড়িয়েছিলেন বাবা, প্রথম বিমানযাত্রায় পায়েলের স্বপ্নের আগুন ছাই নিমেষেWeather Report: আসছে বর্ষা! দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতারোগী মৃত্যুতে উত্তাল নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল, ভুল চিকিৎসার অভিযোগকামিন্স বলছেন ‘পঞ্চাশ-পঞ্চাশ’, এনগিডির দাবি ‘আমরা এগিয়ে’, ক্লাইম্যাক্সের অপেক্ষায় লর্ডস
Shah Rukh Khan Vaastu success story

'আমার ছবি চলছে না, কিছু করুন,' শাহরুখের অনুরোধে টোটকা দেন এই বাস্তু-গুরু, সুপারহিট হয় 'জওয়ান' আর 'পাঠান'

জিরো ও জব হ্যারি মেট সজলের পর ভাস্তু-পরামর্শ নেন শাহরুখ। টোটকার পর ‘পাঠান’ ও ‘জওয়ান’ এনে দেয় ২০০০ কোটির সাফল্য।

'আমার ছবি চলছে না, কিছু করুন,' শাহরুখের অনুরোধে টোটকা দেন এই বাস্তু-গুরু, সুপারহিট হয় 'জওয়ান' আর 'পাঠান'

শাহরুখ খান

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: একদিকে ‘জব হ্যারি মেট সজল’ (২০১৭), অন্যদিকে ‘জিরো’ (২০১৮)—দু'টি ছবি একের পর এক ব্যর্থ হয় বক্স অফিসে। তারপর শাহরুখ খান নিজেই কিছুদিনের জন্য অভিনয় থেকে সরে দাঁড়ান। পাঁচ বছর ধরে রূপোলি পর্দা থেকে দূরে ছিলেন তিনি, কোভিড-১৯ অতিমারির কারণেও এই বিরতি আরও লম্বা হয়। তবে ফেরা যখন ঘটল, তখন যেন ঝড়ের মতো এলেন তিনি।

‘পাঠান’ আর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার ছবি মিলিয়ে ২০০০ কোটিরও বেশি ব্যবসা করে বিশ্বজুড়ে, আর বলিউড ফের টের পেল—কেন শাহরুখ আজও রাজা। কিন্তু এই রূপান্তরের নেপথ্যে ঠিক কী ছিল? প্রখ্যাত প্রযোজক ও শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু আনন্দ পণ্ডিত মনে করেন, ভাস্তু বদলই হতে পারে অন্যতম কারণ।

“শাহরুখ নিজের জীবন পরিবর্তনের সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন,” সম্প্রতি ‘স্ক্রিন’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আনন্দ পণ্ডিত। তিনি জানান, “আমরা যখন ঘনিষ্ঠ হই, তখন আমি ওঁকে শক্তি-ভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্রের বিষয়ে গাইড করতে শুরু করি। আমরা ওঁর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম, এবং আমি খুশি যে সেটি ওঁর কাজে এসেছে। ও এতটাই বিনয়ী যে, এই প্রসঙ্গে প্রকাশ্যে আমায় কৃতজ্ঞতাও জানিয়েছে।”

এই বক্তব্যের সঙ্গে মিলে যায় ২০২৩ সালে আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও, যেখানে শাহরুখ রসিকতা করে বলেন, “ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনও ছবি ফ্লপ করে, তখন ওকে ফোন করি ঘরের ভাস্তু ঠিক করাতে। ও একটা আয়না সরিয়ে দেয়, আর পরের ছবিটা হিট হয়ে যায়!”

২০২৩ সালে শাহরুখের ‘ডাঙ্কি’ ছবি মুক্তি পায়, যা যদিও মিশ্র প্রতিক্রিয়া পেল, কিন্তু বিশ্বজুড়ে ৪৭০ কোটি টাকার ব্যবসা করে। ফলে একের পর এক তিনটি বক্স অফিস সফলতার পর ফের নিজের ‘সিংহাসন’ ফিরে পান বাদশা। এখন বলিউডের নজর তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর দিকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড় পর্দায় দেখা যাবে তাঁর কন্যা সুহানা খানকে। ছবির পরিচালনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ ও আর্সাদ ওয়ার্সি।


ভিডিও স্টোরি