শেষ আপডেট: 11th May 2018 15:12
দ্য ওয়াল ব্যুরো: বিরুষ্কার পর সোশ্যাল মিডিয়ার নয়া হ্যাশট্যাগ 'রাজশ্রী'। টলিউড থেকে আম জনতা সবার চোখ আজ বাওয়ালির রাজবাড়িতে। আজ যে রাজ-শুভশ্রীর বিয়ে। তবে বিয়ের আসর খোদ তিলোত্তমার বুকে হলেও আড়ম্বরে পিছিয়ে নেই বর্ধমান। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। তাও আবার ছোট মেয়ে। সবার একটু বেশিই আদরের। আর সেজন্যই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে বর্ধমানের বাজেপ্রতাপপুর। সেখানে এখন কার্যত উৎসবের মেজাজ। বাওয়ালির রাজবাড়ির মধ্যাহ্ন ভোজের মতো আড়ম্বর না থাকলেও শুভশ্রীর বর্ধমানের বাড়িতেও রয়েছে স্পেশাল আয়োজন। পরিবারের লোকজন ছাড়াও সারা বছর যাঁরা গাঙ্গুলি বাড়িতে থাকেন তাঁদের জন্য রয়েছে হেভিওয়েট মেনু। মটন আর মিষ্টি সহযোগে জমিয়ে হবে বিয়ের দাওয়াত। তবে সব আয়োজনের মাঝেও প্রতিবেশী থেকে বাড়ির বাকি লোকেরা দ্বিরাগমনে মেয়ে-জামাইকে দেখার প্রতীক্ষায় রয়েছেন। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এলে সেখানেও রাজশ্রীর জন্য থাকবে জমাটি আয়োজন। এখন শুধুই সময়ের অপেক্ষা।