ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইর্স্টার্ন ইন্ডিয়া
শেষ আপডেট: 6th February 2025 22:38
দ্য ওয়াল ব্যুরো: টালিগঞ্জে স্টুডিওপাড়ায় অচলাবস্থা। টেকনিশিয়ানদের সঙ্গে সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পরিচালকরা। অভিযোগ, পরিচালকদের অনুরোধেরও সাড়া দেননি টেকনিশিয়ানরা। প্রশ্ন উঠছে আবারও কি জট ছাড়াতে আসরে নামতে হবে স্বয়ং মুখ্যমন্ত্রীকে? একাংশ মনে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার পরেও তাঁর কথার খেলাপ করা হয়েছে, যে কারণে আগামীতে যা সিদ্ধান্ত হবে তা লিখিত আকারে পেতে চাইছেন পরিচালকরা।
এদিন বৈঠকের পর সুদেষ্ণা রায় জানান, "অরূপ বিশ্বাস, জয়দীপ এবং সৃজিতের প্রযোজককে আগামিকাল ৬টার সময় ডাকা হয়েছে। থাকবেন ইন্দ্রনীল সেন। ওরা যাবে, আমরাও যাব কিন্তু তাও আমরা নিজেদের কাজ প্রত্যাহার করছি।" এরই সঙ্গে বেশ কিছু শর্তের কথাও উল্লেখ করেছেন পরিচালকদের সংগঠন।
শর্তগুলি হল
সমস্ত দাবিগুলোকে লিখিত আকারে উত্তর দিতে হবে। মিডিয়াতে দেওয়া বা মিটিংয়ে করা মৌখিক প্রতিশ্রুতিতে আমাদের আস্থা নেই। কারণ জুলাই ২০২৪-এ মাননীয়া মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ (যে কোনও ভাবেই কাজ বন্ধ করা যাবে না) ফেডারেশনের কর্তাব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন।
যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তাঁরা প্রত্যেকে তাঁদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারেন।
লিখিতভাবে জানাতে হবে যে কোনও অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না।
লিখিতভাবে জানাতে হবে কোনও অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারওর কোনও কাজ বন্ধ করা যাবে না।
পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে। কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনও পারমিশন আসার কোনও প্রশ্ন থাকবে না।
প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন। লিস্ট নিয়ে কোনও সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনও অবস্থাতেই কাজ বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না।
কোনও ব্যক্তিবিশেষকে নিয়ে সমস্যা থাকলে তা সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে। সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে। কিন্তু কোনও ভাবেই তাঁর কাজ আটকানো যাবে না।