শেষ আপডেট: 18th February 2025 14:03
গত ৭ ফেব্রুয়ারি, টেকনিশিয়াস স্টুডিওয় মন্ত্রী অরূপ বিশ্বাস এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে আলোচনায়, ঠিক হয় ২০ তারিখের আগে একটি কমিটি গঠন করা হবে। কমিটিতে থাকবে, তথ্য ও সংস্কৃতি বিভাগ, টেলি অ্যাকাডেমি, ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের সদস্য এবং ইন্ডাস্ট্রির ‘ওয়েলউইশার্স’। সেই কমিটির কাছে জমা পড়বে ফেডারেশন এবং ডিরেক্টর্স গিল্ডের যাবতীয় লিখিত সমস্যা। এবং তারপরই ডিরেক্টর্স গিল্ড (Directors Guild Association of Eastern India) প্রত্যাহার করে তাঁদের শুটিং ‘প্রত্যাহার’।
সূত্রের খবর, কমিটি এখনও ঠিক হয়নি, তবে ডিরেক্টর্স গিল্ডের অভ্যন্তরীন বৈঠক হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। রাত ৯টায় ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া অফিসে উপস্থিত ছিলেন সুদেষ্ণা রায়, জয়দীপ মুখোপাধ্যায়, শ্রীজিত রায়রা। মূলত টেলিভিশন যে সকল পরিচালকরা কাজ করছেন, তাঁদের বক্তব্য গুরুত্ব পেয়েছে আলোচনায়। দিনের পর দিন টলিপাড়ায় শুটিং নিয়ে চলেছে এক টালমাটাল অবস্থা। কখনও শুটিং বন্ধ হয়েছে, কখনও পরিচালকরা করেছেন নিজেদের ‘প্রত্যাহার’।
প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে ডিরেক্টর্স গিল্ড একটি সাংবাদিক বৈঠক করে। বেশ কিছু সমস্যার ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। মোট ১৬ টি পয়েন্টার্সে উঠে আসে সে সকল সমস্যা। তবে তার সুরাহা হয়নি। এবং সে কারণেই ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI) বিরুদ্ধে মামলা দায়ের করেছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইর্স্টার্ন ইন্ডিয়া (DAEI)। মামলাটি দায়ের করা হয় সিসিআই-এ (Competition Commission of India)।
ট্রেড ইউনিয়ন বাধ্যবাধকতা, নতুন সদস্যপদ দেওয়া বন্ধ, যোগ্যতার পরীক্ষা, কর্মীসংখ্যা নির্ধারণ, নিয়মের নামে স্বেচ্ছাচারিতা, বাইরের টেকনিশিয়ানদের বাধা, বিদেশে শুটিং, লো বাজেটের সীমা, ওটিটি প্ল্যাটফর্মে শুটিং, সাপ্তাহিক ছুটি ঘোষণা থেকে জোর করে কর্মী নিয়োগ। সাংবাদিক বৈঠকে উঠে আসে, এমন নিয়ম প্রয়োগের কথা, যা সারা দেশের বাকি ফিল্ম ইন্ডাস্ট্রির নিয়মের সঙ্গে সাম্য বজায় রাখে।
১৪ তারিখের আলোচনায় ঠিক এই বিষয়গুলো ফের উঠে আসে। সঙ্গে বারবার কর্মক্ষেত্রে যে সমস্যার মুখে পড়ছেন পরিচালক, ব্ল্যাকলিস্ট কিংবা কাজ বন্ধের নির্দেশ, তা নিয়ে কথা হয়েছে পরিচালক মিটিংয়ে। শুধু আলোচনায় সীমিত থাকেনি পরিচালক গিল্ড, লিখিতরূপে সমস্যাগুলো মেল মারফত গতকাল অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি পৌঁছে দেওয়া হয়েছে দুই মন্ত্রী তথা অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনের কাছে। সূত্রের খবর, সে চিঠির জবাব অবশ্য মেলেনি।
যদিও ডিরেক্টর্স গিল্ড এখন অপেক্ষারত। অপেক্ষা নতুন কমিটি গঠনের। অপেক্ষা টলিপাড়ায় সুষ্ট পরিবেশে শুটিং প্রক্রিয়ার। সূত্রের খবর, ‘২০ তারিখের, আগে কমিটি গঠন হওয়ার সম্ভাবনা আমরা দেখছি না, সময় লাগবে, আশা করি ফেব্রুয়ারির শেষের দিকে কমিটি গঠন হতে পারে।’