কৌশিক গঙ্গোপাধ্যায়
শেষ আপডেট: 6th March 2025 20:37
নববর্ষের শুভেচ্ছাবার্তা দিয়ে ভিডিওটি শুরু করেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, (Kaushik Ganguly) বলেন, ‘কিছু টেকনিক্যাল কারণে আমার ছবির শুটিং পিছিয়ে যায়, সেই সমস্যা মিটে গিয়েছে। ফেডারেশন এবং টেকনিশিয়ান গিল্ড সদস্যদের সঙ্গে বসে সমস্যার সমাধান হয়েছে।’ তিনি স্বীকারও করে নেন, পরিচালকের কিছু বক্তব্যে টেকনিশিয়ানদের একাংশ দুঃখ পেয়েছে, অভিমান করেছে, ‘আমি ওদের সামনাসামনি বসে, কী কারণে, কী বিষয়ে, কোন পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলেছি। তাঁরা বুঝতে পেরেছেন, এবং আমাদের মধ্যে যা ভুল বোঝাবুঝি ছিল তা সমস্ত মিটে গিয়েছে।’ কৌশিক এও বলেন, ‘বাংলা সেরা টেকনিশিয়ান এবং কলাকুশলীদের নিয়ে ছবির কাজ শুরু করতে চলেছি। এটাই এই বছরের প্রথম বাংলা ছবি যার কাজ আমরা শুরু করতে চলেছি।’
কিন্তু সেই কাজ শুরু হয়নি। আলোচনা হয়েছে বিস্তর। খবর এসেছিল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘জংলা’র প্রযোজক প্রদীপ কুমার নন্দী ‘ছবি থেকে হাত তুলে নিয়েছেন’। ছবিটির প্রযোজনা তিনি আর করবেন না। তারপর থেকে ‘দ্য ওয়াল একাধিকবার যোগাযোগ করে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি ফোন তোলেননি। মেসেজে জবাবও দেননি। টলিপাড়ায় শোনা গিয়েছিল, ‘কৌশিক গঙ্গোপাধ্যায় মুষড়ে পড়েছেন! তাই অনেকের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন।’
তারপর বেশ কয়েকটি অনুষ্ঠানে তাঁকে দেখা গেলেও, তিনি ফেডারেশন কিংবা ডিরেক্টর্স গিল্ড সংক্রান্ত প্রশ্নের জবাব দেননি। এরপর জল গড়িয়েছে বহুদূর। ফেডারেশন-গিল্ডের দূরত্ব বেড়েছে। পুরনো গিল্ড অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের ১লা মার্চের বার্ষিক সাধারণ সভার পরপর বহু পরিচালক কখনও ‘রিনিউ’ করেছেন সদস্যতার কার্ড আবার কখনও হয়েছেন নতুন সদস্য। অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায়, শুভ্রজিৎ মিত্র, রাহুল মুখোপাধ্যায়রা আস্থা রেখেছেন পুরনো গিল্ডে। আজই পুরনো গিল্ডের ‘ঘরে ফিরলেন’ পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা।
এখানেই শেষ নয়। সদ্য প্রাপ্ত খবর অনুযায়ী, যেই পরিচালকের শুটিং বন্ধকে কেন্দ্র করে ফেডারেশন-নতুন ডিরেক্টর্স গিল্ডের চাপানউতোরের শুরু, সেই কৌশিক গঙ্গোপাধ্যায়, ‘সক্রিয় সদস্য’ হতে চলেছেন খুব শীঘ্রই। সূত্রের খবর, ‘আজ, কাল অথবা পরশুর মধ্যের (Eastern India Motion Pictures Directors Association) ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য হতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।’
‘দ্য ওয়াল’-এর পক্ষ থেকে একাধিকবার পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তা সম্ভব হয়নি। যদি তিনি পরবর্তীতে এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া তা, এই প্রতিবেদনে তুলে ধরা হবে।
অন্যদিকে ১ লা মার্চের ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (EIMDA-Directors) বার্ষিক সাধারণ সভায় যৌথ সিদ্ধান্তে ঠিক হয় দুটি পদ। প্রথমটি ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের নতুন কার্যকরী সভাপতি হলেন অনুপ সেনগুপ্ত। এবং স্বরূপ বিশ্বাস, হলেন প্রধান উপদেষ্টা। স্বরূপ বিশ্বাস আবার ফেডারেশনের সভাপতিও বটে।
প্রশ্ন উঠছে ‘নতুন দল’ ছেড়ে পুরনো গিল্ডে ধীরে-ধীরে ফিরতে চলেছেন ‘বিক্ষুব্ধ’ পরিচালকরা? শুধু কি সময়ের অপেক্ষা?