শেষ আপডেট: 7th December 2024 00:01
দ্য ওয়াল ব্যুরো: 'পুছো না পুছো মুঝে ক্যায় হুয়া হ্যা তেরি বাহো মে আ কর...'
না বরফ ঢাকা রাস্তার মাঝখান দিয়ে গীত এই গান করতে করতে যাচ্ছে না। আবার ট্রাকের মাথায় বসে পাহাড়ের চূড়া দেখে বীরাও গুনগুন করছে না কিছু। তবে কলকাতায় এসে ঐতিহাসিক ট্রাম ছুঁয়ে হয়তো এই গানটাই গাইছেন পরিচালক ইমতেয়াজ আলি। নিজের ছবির প্রচার উপলক্ষে শহরের এসেছিলেন এই খ্যাতনামা পরিচালক।
ইমতেয়াজের অত্যন্ত প্রিয় শহর কলকাতা। আর নিজের ছবির প্রচারের জন্য কলকাতার ঐতিহ্যকেই বেছে নিয়েছিলেন তিনি। নিজের ছবি ‘মাই মেলবোর্ন’-এর প্রচার সারলেন আরও দুই পরিচালক ওনির ও রিমা দাসের সঙ্গে। তাঁর পরনে ছিল ডেনিম জিনস এবং অলিভ রঙের জ্যাকেট। শুধু ছবির প্রচারে আসা নয়, বাংলার শিল্পীদের বড় বার্তাও দিলেন তিনি। বলেন, কোনও গল্প থাকলে যোগাযোগ করতে।
ছবির স্ক্রিনিং শেষ হওয়ার পরই ট্রাম-দর্শনে চলে যান 'রকস্টার' পরিচালক। শুধু দেখা নয়, তাতে চড়লেন এবং চালানোর চেষ্টাও করলেন। ট্রাম চালকের পাশেই দেখা গেছিল তাঁকে। হয়তো ওই ছোট্ট কামরার পরতে পরতে থাকা ইতিহাসটা গায়ে মেখে নিলেন এই যাত্রায়।
ট্রাম প্রায় ইতিহাস হয়ে গেছে বলা যায়। আর কয়েক বছরে হয়তো শুধুই ছবিতে দেখা যাবে তাকে। তাই হয়তো কলকাতায় এসে ট্রামে চড়ার সুযোগ মিস করলেন না ইমতেয়াজ। হলুদ ট্যাক্সি উঠে যাওয়ার খবরে বাঙালির যখন মন খারাপ ঠিক সেই সময়ই শহরে এসে দিলজিৎ দোসাঞ্জ ঘুরে গেছেন তাতে। আসলে এঁদের শহরে তো 'দাঁত' নেই, তাই হয়তো তাঁরা তার মর্ম আরও ভাল বোঝেন।