শেষ আপডেট: 2nd January 2025 09:37
দ্য ওয়াল ব্যুরো: বছরের শুরুতেই বাংলা সিনেজগতের জন্য খারাপ খবর। প্রয়াত পরিচালক অরুণ রায়। বৃহস্পতিবার সকালে আরজি কর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারে ভুগছিলেন পরিচালক। সম্প্রতি ফুসফুসে সংক্রমণের কারণে আরজি কর হাসপাতালে ভর্তি হন। শেষমেশ জীবন যুদ্ধে হেরে গেলেন 'বাঘাযতীন' পরিচালক।
বেশ কিছু বছর ধরেই কণ্ঠনালীর ক্যানসারে আক্রান্ত অরুণ রায়। পূর্বে চিকিৎসাও চলেছে তাঁর। এমনকি বাঘাযতীনের শুটিংয়ের সময়ও বেশ অসুস্থ ছিলেন তিনি। যদিও সে সময় সমস্ত প্রতিকূলতা জয় করে টানা শুটিং চালিয়ে যান অরুণ। তবে সম্প্রতি আরও অবস্থার অবনতি হয় তাঁর। আগেই চিকিৎসকেরা জানিয়েছিলেন কেমোথেরাপির প্রয়োজন অরুণ রায়ের। তবে তাঁর যা শারীরিক অবস্থা ছিল তাতে কেমোথেরাপি দেওয়া কতটা সমীচীন হবে তা নিয়ে ধন্দ ছিল। শেষ ক'দিন বাইপ্যাপ সাপোর্ট দিতে হয়েছিল তাঁকে।
গত ২১ ডিসেম্বর থেকে আরজি করে ভর্তি ছিলেন অরুণ রায়। 'বাঘাযতীন' ছবির পরিচালককে দেখতে সে সময়ে হাসপাতালেও গেছিলেন দেব। জানা গেছিল, পরিচালকের সঙ্গে কথাও হয়েছিল তাঁর। তবে অরুণবাবু এতটাই অসুস্থ ছিলেন যে বেশিক্ষণ ঠিক করে কথা বলতেই পারেননি। আর নতুন বছরের দ্বিতীয় দিনেই এল তাঁর মৃত্যুর খবর।
আরজি করের জুনিয়র ডাক্তার কিঞ্জল নন্দ অভিনীত সিনেমা 'হীরালাল'-এর পরিচালকও ছিলেন অরুণ রায়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কিঞ্জল। ফেসবুকে লিখেছেন, 'হীরালাল... ভাল থেকো।' স্বাভাবিকভাবেই বাংলা সিনেমার এক খ্যাতনামা পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ কলাকুশলীরা।