শেষ আপডেট: 8th December 2024 16:25
শহর জুড়ে চলছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বছরভর আপামর বাঙালি ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকেন এই উৎসবের জন্য। এবার নেতাজি ইন্দোরে নয়, উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে ধনধান্য স্টেডিয়ামে। সেখানে বসেছিল চাঁদের হাট। এদিকে আবার ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বয়কট করছেন বিক্ষুব্ধ পরিচালকেরা, এমনই রব উঠেছিল উৎসব শুরুর বেশ কিছু দিন আগে থেকে। কারণ হল ফেডারেশনের সঙ্গে পরিচালকদের টানাপড়েন। তা নিয়ে চলতি সপ্তাহের মঙ্গলবার সাংবাদিক বৈঠকও হয়েছে। সেদিন মুখ খুলতে দেখা গিয়েছিল পরিচালক গিল্ডের কার্যকরী সমিতির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়কে।
তবে এবার তাঁকে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে দেখা না গেলেও রবীন্দ্র সদনের চত্বরে তাঁর দেখা মিলেছে। নেপথ্যে পরমব্রতর ছবি। পরিচালক হিসেবে ‘এই রাত তোমার আমার’ ছবিটির জন্য চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন তিনি। যে সিনেমার মূল চমক অঞ্জন দত্ত, অপর্ণা সেন জুটি। সেখানেই দ্য ওয়ালের সঙ্গে মুখোমুখি হয়েছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা।
সদ্য ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল পরিচালকদের সংগঠনের তরফে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন গিল্ডের সভাপতি সুব্রত সেন, সম্পাদক সুদেষ্ণা রায়, কার্যকরী সমিতির সদস্য পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ রায়চৌধুরী, জয়দীপ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য-সহ অনেকেই।
দ্য ওয়ালের তরফ থেকে পরমব্রতকে জিজ্ঞাসা করা হয়, সাংবাদিক বৈঠকে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে অনেক পরিচালককেই দেখা গিয়েছে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। তাহলে কি কোথাও গিয়ে এই বিরোধ আংশিক বিরোধে পরিণত হচ্ছে? উত্তরে অভিনেতা জানান, 'আমি জানি না কোন পরিচালকেরা সেখানে ছিলেন। আর তাছাড়া থাকতেই পারেন। যাঁদের মনে হয়েছেন, তাঁরা ছিলেন। যাঁদের মনে হয়েছেন থাকবেন না, তাঁরা থাকেননি। আমি যদি ব্যস্ত না থাকতাম, তাহলে সেদিন আমিও থাকতাম।
তিনি আরও বলেন, 'ফেডারেশনের সঙ্গে আমাদের যে বিরোধটা, তাঁর সঙ্গে ব্যক্তিগত বিরোধের কোনও জায়গা নেই। তাছাড়া এত বড় একটা উৎসবের সঙ্গে পরিচালক সংগঠনের কোনও বিরোধ নেই। ফলে, বয়কটেরও কোনও প্রশ্ন নেই। ফেডারেশন তো নিজেই দাবি করে, তারা আলাদা একটা সংস্থা, তার সঙ্গে চলচ্চিত্র উৎসবের কোনও সম্পর্ক নেই। চলচ্চিত্র উৎসবের দায়িত্বে যদি এমন কোনও লোক থাকে, যাঁরা ফেডারেশনের দায়িত্বেও রয়েছেন, তাহলে তো আমাদের সব কিছুকেই বয়কট করে ফেলতে হয়। এমনটা তো হতে পারে না। আমাদের নিয়মগুলো নিয়ে বিরোধ, তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হওয়ার কোনও জায়গাই নেই। গোটা বিষয়টাকে মিলিয়ে ফেললে মুশকিল।'