শেষ আপডেট: 17th September 2024 20:46
দ্য ওয়াল ব্যুরো: আইনি নোটিস পেতেই এবার পাল্টা দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসঞ্জ। সাফ জানিয়ে দিলেন, তাঁর শোয়ের টিকিট এতটাও সস্তা নয় যে মধ্যবিত্তরা সহজেই তা কিনতে পারবেন। সম্প্রতি ওয়ার্ল্ড ট্যুর করছেন তিনি। তবে ভারতে শোয়ের আগেই বড়সড় বিপাকে পাঞ্জাবি গায়ক।
কী নিয়ে ঝামেলার শুরু
আমেরিকা, কানাডায় কনসার্ট সেরে আগামী অক্টোবরে ভারতে শো করার কথা দিলজিতের। আগামী ২৬ অক্টোবর দিল্লিতে তাঁর কনসার্ট রয়েছে। তবে শুধু দিল্লিই নয়, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুনে ছাড়াও কলকাতা মিলিয়ে মোট ১০টি কনসার্টের কথা রয়েছে গায়কের। কনসার্টের নাম ‘দিল-লুমানাটি ইন্ডিয়া ট্যুর’। দিলজিৎকে দেখতে ইতিমধ্যে অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে।
কনসার্টের টিকিট বুকিং নিয়েই সমস্যার সূত্রপাত। জানা যাচ্ছে, দুটি ভাগে কনসার্টের টিকিট বিক্রি হচ্ছে। প্রি-বুকিং পর্বে টিকিট বুকিং পর্ব শেষ হতেই সর্বসাধরাণের জন্য টিকিট বুকিং শুরু হয়। কিন্তু মাত্র এক মিনিটে সেই টিকিট হটকেকের মতো কিনে নিয়েছেন অনুরাগীরা।
তাতেই চূড়ান্ত ক্ষেপে গিয়ে দিল্লির বাসিন্দা ঋদ্ধিমা কাপুর নামে এক অনুরাগী দিলজিতকে আইনি নোটিশ পাঠান। এরপর আইনি নোটিশ পেয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন পাঞ্জাবি এই গায়ক। দিলজিতের শোয়ের টিকিটের দাম ১৯৯৯ টাকা থেকে শুরু। তারপরই একলাফে টিকিটের দাম রাখা হয়েছে ১৩ হাজার, ২০ হাজার এবং ৫৪ হাজার টাকা।
ইতিমধ্যে টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করে অনুরাগীরা কনসার্ট বয়কটের দাবিতে সরব হয়েছেন।