শেষ আপডেট: 16th December 2024 15:02
দ্য ওয়াল ব্যুরো: প্রখ্যাত পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ ভারতে আর কনসার্ট করবেন না। যতক্ষণ না দেশে কনসার্ট করার মতো পরিকাঠামো গড়ে উঠছে, ততদিন এখানে আর জলসার আয়োজন করবেন না অভিনেতা-গায়ক দিলজিৎ। একইসঙ্গে তিনি তাঁর সম্প্রতি ইংরেজিতে পাঞ্জাব বানানের বিষয়ে নেটিজেনদের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ও হতাশ। মন খারাপ হয়ে গিয়েছে তাঁর। চক্রান্ত তত্ত্বের মুখ ভাঙা জবাবও দিলেন।
গত শনিবার, চণ্ডীগড়ে একটি জলসার শেষে দিলজিৎ ঘোষণা করে দেন, ভারতে আর নয়। এখানে কনসার্টের আয়োজন করার মতো পরিবেশ নেই। কোনও পরিকাঠামো গড়ে ওঠেনি জলসাঘরের। তাঁর এই ঘোষণার মুহূর্তের ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, পাঞ্জাবি ভাষায় কনসার্ট শেষে দিলজিৎ বলেন, এখানে লাইভ কনসার্ট করার মতো উপযুক্ত জায়গা নেই। জলসা থেকে প্রচুর রাজস্ব আদায় করে সরকার।
দেশের অনেক লোক এক-একটা কনসার্ট আয়োজনে কাজ করেন। আরও বহু মানুষ কাজ করার যোগ্য। আমি পরেরবার চেষ্টা করব যাতে মাঝখানে মঞ্চ রেখে কনসার্টের আয়োজন করা হয়, যাতে সব দর্শক শিল্পীকে দেখতে পান। যতক্ষণ না সেরকম মঞ্চ তৈরি হবে, ততদিন আমি ভারতে কোনও শো করব না।
দিলজিৎ শনিবারের কনসার্টকে বিশ্ব দাবা চ্যাম্পিয়ন গুকেশের নামে করে দেন। ইনস্টাগ্রামে জলসার ভিডিও শেয়ার করে লিখেছেন, যখন কেউ জীবনের কেউ কোনও কিছু চ্যালেঞ্জ হিসেবে নেয়, তখন সে জানে কীভাবে তার শেষ করতে হয়। সম্প্রতি আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন দিলজিৎ। পুষ্পার ঝুকেগা নেহি সংলাপ তুলে ধরে বলেন, শালা নেহি ঝুকেগা তো ক্যায়া জিজা ঝুক জায়গা!
প্রসঙ্গত, দেশে-বিদেশে গানের শ্রোতাদের দুলিয়ে দেওয়া দিলজিতের একটি পাটিয়ালা পেগ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ফের একটি পোস্ট নিয়েও বিব্রত এই গায়ক। সেটা হল ইংরেজিতে Punjab-এর পরিবর্তে তিনি Panjab বানান লিখেছেন। দ্বিতীয় বানানটি সাধারণত পাক পাঞ্জাবের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। চণ্ডীগড় কনসার্টের আগে তিনি একটি পোস্টে এই বানানে পাঞ্জাব লেখায় রে রে করে ওঠে নেট দুনিয়া।
সেই সমালোচনার জবাবে দিলজিৎ মুখ খুলেছেন। তাঁর পোস্টে কেন তেরঙ্গার ইমোজি ছিল না, তা নিয়ে বলেছেন, যা প্রচার করা হচ্ছে তার পিছনে চক্রান্ত রয়েছে। কেননা এটা মাত্র একটি বানান ভুল। সোমবার এক্সবার্তায় তিনি আরেকটি স্ক্রিন শট দিয়েছেন যাতে তেরঙ্গা পতাকার ইমোজি রয়েছে। দিলজিতের কথায়, তিনি চক্রান্ত করছেন না। পঞ্জ আব- মানে পাঁচটি নদী। যাঁরা এখনও বিদেশিদের ভাষার অনুকরণ করে পাঞ্জাব লেখেন, তাঁদের আমি কুর্নিশ করি। ভবিষ্যতে আমি Panjab বানানকে পাঞ্জাবি ও গুরুমুখীতে লিখব। আমি জানি তাতেও আমরা থামবেন না। চালিয়ে যান। কতবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরাও ভারতকে ভালোবাসি। এবার অন্তত নতুন কোনও রাস্তা ভেবে কীভাবে চক্রান্তের অভিযোগ তোলা যায়, লিখেছেন দিলজিৎ।