ক্রিস মার্টিন এবং দিলজিৎ দোসাঞ্জ
শেষ আপডেট: 26th October 2024 16:16
দ্য ওয়াল ব্যুরো: কোল্ড-প্লে এবং দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের জন্য টিকিট বিক্রি অনেক আগে থেকেই শুরু হয়েছে। কিন্তু শুরু থেকেই অভিযোগ, ব্যাপক কালোবাজারি হচ্ছে টিকিটের। এই ঘটনার তদন্তে এবার সরাসরি তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। ইতিমধ্যে দেশের পাঁচ রাজ্যে হানা দিয়েছেন আধিকারিকরা।
দিলজিতের 'দিলুমিনাটি' ট্যুর শুরু হচ্ছে শনিবারই। উল্টোদিকে বিশ্বখ্যাত ব্যান্ড কোল্ড-প্লে'র শো আগামী বছরের জানুয়ারিতে। তবে টিকিট বিক্রি অনেক আগেই শুরু হয়েছে। তবে এই টিকিট নিয়ে বিস্তর অভিযোগ সামনে এসেছে ইতিমধ্যে। চড়া দামে টিকিট বিক্রির বিষয় তো আছেই, টিকিটের কালোবাজারি নিয়েও অভিযোগ আসে। সেই প্রেক্ষিতেই দিল্লি, মহারাষ্ট্রের মুম্বই, রাজস্থানের জয়পুর, চণ্ডীগড় এবং কর্ণাটকের বেঙ্গালুরুতে অভিযান চালিয়েছে ইডি। এইসব রাজ্যে একাধিক থানায় টিকিটের ইস্যু নিয়ে অভিযোগ দায়ের হয়েছে থানায়। সেই অনুযায়ীই তদন্ত শুরু করেছে ইডি।
অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে তা নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। সেক্ষেত্রে কালোবাজারি কারবারিদের যে বড় সুবিধা হয়েছে তা বলাই বাহুল্য। এই দুটি কনসার্টের জন্যই টিকিটের চাহিদা পাহাড়-প্রমাণ। তাই সাধারণ মানুষের ইচ্ছেকে কাজে লাগিয়ে অবৈধভাবে চড়া দামে টিকিট ব্ল্যাক করা হচ্ছে। এর জন্য হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে টেলিগ্রাম, ইনস্টাগ্রাম সব ব্যবহার করছেন বেআইনি ব্যবসায়ীরা।
ইডি জানতে পেরেছে, টিকিটের কালোবাজারি তো হচ্ছেই, এর সঙ্গে সঙ্গে ভুয়ো টিকিটও বিক্রি হচ্ছে কনসার্টের নাম করে! অর্থাৎ, মোটা অঙ্কের টাকা দিয়ে কেউ টিকিট কাটলেন, তবে শো দেখতেই পেলেন না! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো শুরু হয়েছে। একই সঙ্গে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও নজর রাখা হচ্ছে। এই ধরনের বেআইনি কাজ প্রতিরোধে পিএমএলএ অ্যাক্টে মামলা রুজু করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২৫ সালের জানুয়ারির ১৯ থেকে ২১-এর মধ্যে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কনসার্ট হওয়ার কথা 'কোল্ড প্লে'-র। ৮ বছর পর ভারতে কনসার্ট করতে চলেছে তারা। গত ২২ সেপ্টেম্বর টিকিট বিক্রি শুরু হয়েছিল। কিন্তু নিমেষের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে যায়।