শেষ আপডেট: 3rd January 2025 16:58
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালেই দ্বিতীয় বার মা হয়েছেন অনুষ্কা শর্মা। জন্ম দিয়েছেন পুত্র সন্তানের। ছেলের নাম রেখেছেন 'অকায়'। এক বছর হতে চলল ছেলের মুখ কিছুতেই দেখাতে চান না তাঁরা। কড়া নিরাপত্তায় ছেল্কে আগলে রেখেছেন তাঁরা।
মা নাকি বাবা--- কার মতো দেখতে অকায়কে? দেখা করে সেই আপডেটই দিলেন ডিজিটাল ক্রিয়েটর স্বাতী আস্থানা।
স্বাতী জানান, অকায় ভীষণ মিষ্টি। সে দেখতে নাকি হুবহু অনুষ্কার মতো। অকায়ের নামও দিয়েছেন স্বাতী। সে নাকি বেশ গোলুমুলু। স্বাতীর ভাষায়, 'গোলু গোবুচা'। কিছু দিন আগে অকায়ের সঙ্গে দেখা করেন আমির আলি। তিনিও জানান, অকায় ভীষণ মিষ্টি। যদিও মুখের মিল বাবার চেয়েও মায়ের সঙ্গে বেশি, জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা।
২০২১ সালে কন্যাসন্তানের জন্ম দেন অনুষ্কা। নাম রাখেন ভামিকা। এখনও পর্যন্ত তাঁরা মেয়েকে ক্যামেরার সামনে আনেননি। তবে বছর খানেক আগে ভামিকার ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। হুবহু বাবার মুখ বসানো সে। ছেলে-মেয়ের ছবি কবে বিরুষ্কা সামনে আনবেন বা আদপে আনবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে এখনও।
২০২৪ সালের ২০ ফেব্রুয়ারি জন্ম হয় অকায়ের। অকায় আদপে একটি সংস্কৃত শব্দ, যার অর্থ হল জ্বলজ্বলে চাঁদ। কায় শব্দের অর্থ কায়া। অকায়ের আরও এক অর্থ রয়েছে, যার মানে 'বিশাল ক্ষমতাবান'। আপাতত বলিউড থেকে দূরেই আছেন অনুষ্কা। স্বামী ও দুই সন্তানকে নিয়ে বেশিরভাগ সময়ই তাঁকে কাটাতে দেখা যায় লন্ডনে।