শেষ আপডেট: 13th March 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: নামে আর কী আসে যায়! সেই কবে বলে গিয়েছেন উইলিয়াম শেক্সপিয়ার। কিন্তু ক্রিকেটার বরুণ চক্রবর্তীর নামটিতে এসে যায় অনেক কিছু। বরুণ অর্থাৎ জলের প্রভু। জলের মতোই তাঁর জীবন। যে পাত্রেই রাখা হয় না জলকে, তার আকার যেমন নিয়ে নেয় সে। তেমনই ক্রিকেটার বরুণ চক্রবর্তী (Varun chakravarthy) জীবন সেই জলের মতোই। কখনও তিনি স্থপতি, কখনও তিনি উইকেট কিপার আবার কখনও পেস বোলার, গুরুতর চোট পাওয়ার পরে, তিনিই হয়ে উঠলেন ‘মিস্ট্রি’ স্পিনার!
চেন্নাইয়ের একটি ফার্মের হয়ে পাঁচ বছর কর্মরত ছিলেন। তারপর ক্রিকেটের দুনিয়ায় পা রাখা। বয়স তখন ২৫। তবে থেকে পেশাগতভাবে ক্রিকেট খেলা শুরু করেন বরুণ চক্রবর্তী। আর এই সদ্যসমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বরুণ। অথচ মজার বিষয়, টুর্নামেন্ট শুরুর আগে সেভাবে চর্চাতেই ছিলেন না তিনি। ভারতের জার্সি গায়ে খেলেছেন একটি মাত্র ম্যাচ, তাও ইংল্যান্ডের বিরুদ্ধে, ঘরে মাটিতে। দুবাইয়ের অচেনা পরিবেশ, তাও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হেভিওয়েট আইসিসি টুর্নামেন্টে নেমে তাক লাগিয়েছেন বরুণ। তিনটি ম্যাচ মোটে খেলেছেন। নিয়েছেন ৯ উইকেট। গড় ১৫.১১। তাঁকে দলে নিয়ে বড় চাল চেলেছিলেন গম্ভীর। সেই কৌশলে ফল ফলেছে।
কিন্তু আপনি কি এটা জানেন তামিলনাড়ুর বরুণ মুখ দেখিয়েছেন সিলভার স্ক্রিনেও! ২০১৪ সালে, তরুণতুর্কি এই বরুণ চক্রবর্তী তামিল স্পোর্টস ড্রামা ‘জীবা’-তে প্রথম পর্দায় আসেন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা এক ক্রিকেটারের চরিত্রে। তিনি তখনও জানতেন না রিল লাইফে হয়ে উঠবে তাঁর রিয়্যাল লাইফ! প্রায় একই সময়ে, তিনি ফিল্মের স্ক্রিপ্ট বদলে ফেলেন খুন্তিতে। কারণ কিছুদিন পরেই এক রন্ধন রিয়েলিটি শো ‘কুকু উইথ কোমালি’তেও অংশগ্রহণ করেন।
চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর দুবাইয়ের হোটেলে বরুণ (Varun chakravarthy) তোলেন কিছু ছবি। এক হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্য হাতে চায়ের কাপ। ক্যাপশনে স্পিনার লেখেন, ‘এই কাপের স্বাদ পেতে অনেকটা পথ হাঁটতে হয়েছে।” বোঝাই যাচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার পরেও সেই লড়াইয়ের কথা মনে পড়ে যাচ্ছে তাঁর। এর জন্যই বোধহয় বাকি সব স্ট্রাগলই ফিকে, আর ক্রিকেটই তাঁর কাছে ভিক্ট্রি!