শেষ আপডেট: 29th December 2024 15:40
দ্য ওয়াল ব্যুরো: 'মন্নত'– বলিউড বাদশা শাহরুখ খানের স্বপ্নের প্রাসাদ, যা আজ মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান। কিং খানের এই বাড়ি দেখতে প্রতিদিন ভিড় জমায় হাজার হাজার ভক্ত। প্রাসাদের বাইরের সৌন্দর্য যতই মুগ্ধ করুক, ভেতরের জাঁকজমক আর প্রাসাদোপম নকশা আরও বেশি নজরকাড়া।
বহু মানুষ মুম্বই ঘুরতে এসে মন্নতের সামনে দাঁড়িয়ে ছবি তোলেন, আশা করেন বাদশাকে এক ঝলক দেখার। শাহরুখ যখন ভক্তদের সামনে এসে হাত নাড়েন, সেই মুহূর্ত যেন জাদুর মতো।
কিন্তু জানেন কি, আজকের ২০০ কোটির এই প্রাসাদ একসময় একটি সাধারণ বাংলো ছিল? নাম ছিল ভিলে ভিয়েনা। ইয়েস বস ছবির শুটিংয়ের সময় শাহরুখ প্রথমবার এই বাড়ি দেখেন এবং প্রেমে পড়ে যান।
তখনই তিনি সিদ্ধান্ত নেন, বাড়িটি তিনি কিনে নেবেন একদিন। শুরু হয় তাঁর স্বপ্নপূরণের লড়াই। টাকা জমাতে থাকেন, আর কয়েক বছরের মধ্যেই ১৩.২৩ কোটি টাকায় তিনি বাংলোটি কিনে নেন।
তবে বাংলো কেনার পরপরই তা রাজপ্রাসাদ হয়ে ওঠেনি। তাঁর স্ত্রী গৌরী খান তিলে তিলে গড়ে তোলেন মন্নতকে। বিভিন্ন সাক্ষাৎকারে গৌরীর প্রসংশা করতে গিয়ে তিনি বলেছেন, মন্নতে আজ যা কিছু আছে, তা সবটাই তাঁর স্ত্রীয়ের পছন্দ।
কম খরচে দুর্দান্ত সব জিনিস কিনে নিজের হাতে ঘর সাজাতে শুরু করেন। আজ মন্নত শুধু একটি প্রাসাদ নয়, এটি শাহরুখ এবং গৌরীর ভালোবাসার প্রতীক, যা ভক্তদের হৃদয়ে অনেকটা জায়গা নিয়ে রেখেছে।