শেষ আপডেট: 6th January 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: সালটা ছিল ১৯৯১। ভালবেসে বিয়ে করেছিলেন শাহরুখ খান ও গৌরী চিব্বর। গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম-- তবে ধর্ম কোনওদিনই বাধা হয়ে দাঁড়ায়নি তাঁদের প্রেমের ক্ষেত্রে। পরিবারের সম্মতিতে পঞ্জাবি মতে বিয়ে করেছিলেন দু'জনে। বিয়ের পর নিজের ধর্মও পরিবর্তন করেননি গৌরী।
বাড়িতে গণেশ পুজোর পাশাপাশি ইসলাম ধর্মের অনুষ্ঠানও পালিত হয় সমারোহে। বিয়ের ৩৩ বছর পর সেই গৌরীই কি ধর্ম পরিবর্তন করলেন? প্রকাশ্যে একগুচ্ছ ছবি, যা এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল।
ছবিতে দেখা যাচ্ছে শাহরুখ, গৌরী ও আব্রাম হজযাত্রায় গিয়েছেন। মক্কা-মদিনার সামনে দাঁড়িয়ে আছেন। গৌরীর মাথায় হিজাব, পরনে বোরখা। জানিয়ে রাখা যাক, সামাজিক মাধ্যমে যে সব ছবি ভাইরাল হয়েছে তা আদপে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি।
গৌরী ধর্ম পরিবর্তন করেননি, হজযাত্রাও করেননি। শাহরুখ ভক্তদের ধারণা বিতর্ক সৃষ্টি করার কারণেই ওই ছবিগুলি তৈরি করা হয়েছে। একই সঙ্গে তাঁদের সাবধানবাণী, 'ফাঁদে পা দেবেন না।' তাঁরা ধর্ম পরিবর্তন করেননি। কিন্ত তাঁদের সন্তানেরা? আরিয়ান ও সুহানা কোন ধর্ম অনুসরণ করেন?
অতীতে এক সাক্ষাৎকারে প্রশ্ন রাখা হয়েছিল গৌরীর কাছে। মুখ খুলেছিলেন তিনি। গৌরী বলেন, 'আরিয়ান অনেকটা শাহরুখের মতো। ওকে প্রশ্ন করা হলে ও বলে আমি মুসলিম। অন্যদিকে সুহানা অনেকটা আমার মতো।"
শুধু শাহরুখ খান অথবা গৌরী নন, ডিজিটাল যুগে অতীতেও ফেক ছবি অথবা ভিডিয়োর শিকার হয়েছেন দীপিকা পাড়ুকোন, রশ্মিকা মন্দানা, টেলর সুইফটহ তারকা। মেয়ে দুয়ার মুখ দেখাননি দীপিকা, অনুষ্কাও ছেলে আকায়কে ক্যামেরার থেকে দূরেই রেখেছেন। তবু দুই একরত্তির 'এআই' দ্বারা নির্মিত ছবি নেটদুনিয়ার ঘুরে বেড়াচ্ছে বহু দিন ধরেই। সাইবার ক্রাইম বিভাগ কড়া হাতে এই কুকাজ বন্ধের চেষ্টা চালালেও দিন যত এগোচ্ছে ফেক ছবির বাড়বাড়ন্ত হচ্ছে পাল্লা দিয়ে।