শেষ আপডেট: 5th January 2025 19:58
দ্য ওয়াল ব্যুরো: প্রায় ৩৭ বছর গোবিন্দার সঙ্গে সংসার করে ফেলেছেন সুনীতা আহুজা। এই দীর্ঘ সাংসারিক জীবন গোবিন্দাকে নিয়েও রটেছে নানা রটনা। এও শোনা যায়, রানি মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গোবিন্দা। রবিনা টন্ডনও নাকি বিয়ে করতে চেয়েছিলেন তাঁকে। জানতে পেরে কী উত্তর দিয়েছিলেন সুনীতা আহুজা? এবার তা নিয়েই সাক্ষাৎকারে মুখ খুললেন সুনীতা।
তাঁর কথায়, "শুধু আগে নয়, রবিনা তো আজও বলে চিচি (গোবিন্দার ডাকনাম) যদি তোমাকে আগে পেতাম তবে বিয়ে করে নিতাম। আমিও শুনে বলি, হ্যাঁ প্লিজ নিয়ে যাও ওকে। হাড়েহাড়ে বুঝবে সবটা।" শিল্পা শেট্টি, রবিনা টন্ডনের সঙ্গে সুনীতার সঙ্গে বেশ ভাল সম্পর্ক, তা নিজেই জানিয়েছেন তিনি। তবে রানি মুখোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করেননি সুনীতা। সুনীতার সঙ্গে যখন গোবিন্দার প্রথম আলাপ হয় তখন তিনি স্কুলে, গোবিন্দা পড়তেন কলেজে।
ওই একই সাক্ষাৎকারে সুনীতা জানান, তিনি ছিলেন 'টম বয়'। ছোট করে কাটা চুল, ঘুরে বেড়াতেন স্কার্ট পরে। তবে বিয়ের পরে নিজের মধ্যে আমূল পরিবর্তন আনতে হয় তাঁকে। গোবিন্দা চাইতেন না তাঁর স্ত্রী এই সব পরে ঘুরে বেড়াক। বাধ্য হয়েই শাড়ি পরতে হয় সুনীতাকে। এখানেই শেষ নয়, দিনের পর দিন ভাল করে কথা বলার সুযোগও ছিল না স্বামীর সঙ্গে, জানিয়েছেন সুনীতা।
তাঁর কথায়, "দেখাই হত না। ও মাত্র কয়েক ঘণ্টার জন্য বাড়িতে ঘুমোতে আসত। সে সময় টিনা (গোবিন্দার বড় মেয়ে)-ও হয়ে গিয়েছিল। আমি ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আউটডোর শুট করতে কখনও শিমলা আবার কখনও কাশ্মীর যেতো গোবিন্দা। বাড়িতে বাচ্চাকে দেখাশোনা করতাম আমি। কখন যে সময় বয়ে গেল বুঝতেই পারলাম না।" ৩৭ বছর পার করে ফেলেছেন এভাবেই। মান-অভিমানের মধ্যে দিয়েই কেটে যাচ্ছে তাঁদের দাম্পত্য জীবন।