শেষ আপডেট: 24th March 2025 21:46
দ্য ওয়াল ব্যুরো: এক সময় যাঁকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ী করা হয়েছিল, আজ তিনি নির্দোষ প্রমাণিত। সিবিআইয়ের চার্জশিটে ক্লিনচিট পেয়েছেন রিয়া। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে গোটা দেশ যখন স্তব্ধ, তখন অভিযোগের তীর গিয়ে পড়ে তাঁর সবচেয়ে কাছের মানুষ, তাঁর প্রেমিকা রিয়ার দিকেই। কেউ বলেছিলেন, তিনি সুশান্তকে মানসিকভাবে বিপর্যস্ত করেছেন, কেউ আবার মাদক সংযোগের তত্ত্ব সামনে এনেছিলেন। এমনকি, 'কালাজাদু'-র অভিযোগও উঠেছিল। মাদক মামলায় দোষী সাব্যস্ত হয়ে রিয়ার হাজতবাসও হয়।
কিন্তু দীর্ঘ পাঁচ বছরের সিবিআইয়ের চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন এবং তাঁর মৃত্যুতে রিয়া বা তাঁর পরিবারের কোনো হাত ছিল না। এক মুহূর্তে বদলে গিয়েছে চিত্র। যাঁরা একসময় তাঁকে 'খলনায়িকা' বানিয়েছিলেন, তাঁরাই এখন অনুশোচনায় পুড়ছেন। কেউ কেউ আবার তা নিয়ে পোস্টও করছেন সামাজিক মাধ্যমে।
এবার এই ঘটনারই কড়া ভাষায় সমালোচনা করে দিয়া মির্জা বলেন,"এখনও কি মিডিয়ার ডাইনি খোঁজা শেষ হয়নি? টিআরপির জন্য যে ভাবে রিয়া ও তাঁর পরিবারকে নিশানা করা হয়েছিল, তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। অন্তত এতটুকু তাঁর প্রাপ্য।"
সাধারণ মানুষের প্রতিক্রিয়াও বদলেছে। কেউ বলছেন, রিয়ার উচিত মানহানির মামলা করা, কারণ এই মিথ্যে অভিযোগ তাঁর কেরিয়ার ও ব্যক্তিজীবনে গভীর প্রভাব ফেলেছে। মুখ খুলেছেন রিয়ার ভাইও। অবশেষে সত্যের জয় হয়েছে, এমনই এক পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। তবে ক্ষত, অপমান আর কাজ হারানোর যন্ত্রণা? পাঁচটা বছর যে নেহাত কম সময় নয়!