Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Dharmendra on Amitabh Bachchan in Sholay

আমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র

‘শোলে’ ছবির মুক্তির পর প্রায় পাঁচ দশক কেটে গিয়েছে। তবুও ‘জয়’ ও ‘বীরু’-র বন্ধুত্ব আজও বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক জুটি হিসেবেই বিবেচিত। 

আমি বলেছিলাম বলেই তো ‘শোলে’-তে অমিতাভকে নেওয়া হয়েছিল: ধর্মেন্দ্র

‘জয়’ ও ‘বীরু’

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 14 June 2025 10:27

দ্য ওয়াল ব্যুরো: ‘শোলে’ ছবির মুক্তির পর প্রায় পাঁচ দশক কেটে গিয়েছে। তবুও ‘জয়’ ও ‘বীরু’-র বন্ধুত্ব আজও বলিউডের ইতিহাসে অন্যতম আইকনিক জুটি হিসেবেই বিবেচিত। কিন্তু জানেন কি, ‘জয়’-এর চরিত্রে প্রথমে ভাবা হয়নি অমিতাভ বচ্চনকে? বরং এই চরিত্রে তাঁকে নেওয়ার সুপারিশ করেছিলেন খোদ ধর্মেন্দ্র। সম্প্রতি ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বর্ষীয়ান অভিনেতা।

ধর্মেন্দ্র জানান, “হ্যাঁ, আমি ওঁকে (অমিতাভকে) সুপারিশ করেছিলাম। আমি এটা বলে বেড়াই না যে ওঁকে আমি কাজ পাইয়ে দিয়েছি। উনি আমাকে প্রায়শই দেখতে আসতেন। একদিন আমি রমেশ সিপ্পিকে বলি—একটা নতুন ছেলে আছে, গলার আওয়াজ দারুণ, মনে হয় ভাল করবে। তার মধ্যে একরকম আত্মবিশ্বাস ছিল, নিজেকে ভালোবাসার এক রকম সৌন্দর্য ছিল, যা আমাকে আকৃষ্ট করেছিল। তখনই বলেছিলাম—ওঁকে নিয়ে নাও।”

Sholay - Festival des 3 Continents

প্রসঙ্গত, ‘জয়’-এর চরিত্র প্রথমে দেওয়া হয়েছিল শত্রুঘ্ন সিনহাকে। কিন্তু শেষমেশ ধর্মেন্দ্রর পরামর্শেই অমিতাভের নাম চূড়ান্ত করেন পরিচালক রমেশ সিপ্পি। ১৯৭৫ সালের আগস্টে মুক্তি পেয়েছিল ‘শোলে’। দুই প্রাক্তন অপরাধী ‘জয়’ ও ‘বীরু’-কে এক প্রাক্তন পুলিশ অফিসার নিয়োগ করেন গব্বর সিং নামের ভয়ানক দুষ্কৃতীকে ধরার জন্য। ছবির সংলাপ, অ্যাকশন ও চরিত্র—সব কিছুই একসঙ্গে গেঁথে দিয়েছে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ধর্মেন্দ্রর কথায়, “এই ছবি শতাব্দীর জন্য তৈরি হয়েছে।”

ধর্মেন্দ্রর ঝুলিতে রয়েছে ‘আঁখে’, ‘ধর্ম বীর’, ‘অনপঢ়’, ‘অনুপমা’, ‘চুপকে চুপকে’-র মতো একাধিক ক্লাসিক। ২০২৪-এ তাঁকে দেখা গিয়েছে শাহিদ কপূর ও কৃতি স্যাননের সঙ্গে ‘তেরি বাতোঁ ম্যায় এমন উলঝা জিয়া’-তে। এবার অপেক্ষা তাঁর পরবর্তী ছবি ‘ইক্কিস’-এর জন্য, যা পরিচালনা করছেন শ্রীরাম রাঘবন এবং মুখ্য ভূমিকায় রয়েছেন অমিতাভের নাতি অগস্ত্য নন্দা। মুক্তির তারিখ—২ অক্টোবর, ২০২৫।

এছাড়াও, ২৭ বছর পর ধর্মেন্দ্র ফের কাজ করতে চলেছেন আরবাজ খানের সঙ্গে, ছবির নাম ‘ম্যায়নে পেয়ার কিয়া ফির সে’। এই ছবি মুক্তি পাবে নভেম্বর ২০২৫-এ।
 


ভিডিও স্টোরি