শেষ আপডেট: 3rd August 2023 16:52
দ্য ওয়াল ব্যুরো: আলিয়া-রণবীরের থেকেও বর্তমানে যেই জুটিকে নিয়ে বলিউড তথা গোটা দেশ আলোচনা করছে, তা হল ধর্মেন্দ্র (Dharmendra)-শাবানা আজমি (Shabana Azmi)। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে একজন নায়কের ঠাকুরদা, অপরজন নায়িকার ঠাকুমা। দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, যাঁদের কোনওদিন একসঙ্গে থাকা হয়নি, এমনই দু’টি চরিত্রে দেখা গিয়েছে এই জুটিকে। আর সেই অসম্পূর্ণ প্রেমকে জীবন সায়াহ্নে পূর্ণ করতে গিয়ে নাতি-নাতনিরা যে কাণ্ড করেছেন, তাও বেশ পছন্দ করেছেন দর্শকরা। তবে সবথেকে বেশি আলোচনা যা নিয়ে হচ্ছে, সেটি হল ধর্মেন্দ্র-শাবানার চুম্বন দৃশ্য (kissing scene)।
আর এবার সেই চুম্বন দৃশ্যের শ্যুটিং কীভাবে হল, তা নিয়ে মুখ খুলেছেন ‘বীরু’। দর্শকরা সিনেমাহলে যতই এই দৃশ্য পছন্দ করুন না কেন, একটু হলেও সবার মনেই দ্বিধাবোধ কাজ করেছিল শ্যুটিংয়ের সময়েই। তখন কেউই ভাবতে পারেননি যে, এই দৃশ্য এত প্রশংসিত হবে।
বৃহস্পতিবার মুম্বইয়ে ছবির সাফল্য উদযাপন করতে একটি সাংবাদিক বৈঠক আয়োজন করেছিল ধর্মা প্রোডাকশন। সেখানেই ধর্মেন্দ্র এই নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন। অভিনেতাকে যখন জিজ্ঞাসা করা হয় যে শাবানা আজমির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আপনার কেমন লেগেছে, তখন তিনি বলেন, “খুব মজা হয়েছে ওঁকে চুমু খেয়ে।” এরপর যদিও ধর্মেন্দ্র জানান যে, তিনি সিনেমার শ্যুটিংয়ের কথাই বলছেন। বর্ষীয়ান অভিনেতা আরও বলেন, “অধিনায়ক যদি ভাল হয়, তাহলে গোটা দল ভাল খেলতে বাধ্য। আমি করণের মুখ থেকে গল্পটা শোনার পরেই বুঝতে পেরেছিলাম যে এটা আর পাঁচটা গল্পের মতো নয়। এতে অনেক নতুনত্ব আছে। আর এসব চুমু খাওয়া তো আমার বাঁ হাতের খেল।”
উল্লেখ্য, এর আগেও একদিন ধর্মেন্দ্র দৃশ্যটি নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলেন, “রোম্যান্সের কোনও বয়স হয় না। আর প্রেমের সঙ্গে চুম্বন খুবই স্বতঃস্ফূর্তভাবেই হয়। আমি শুনছি যে শাবানার সঙ্গে আমার চুম্বনের দৃশ্য দেখে দর্শকরা বেশ অবাকই হয়েছেন। তবে অনেকে প্রশংসাও করেছেন। শেষবার আমি ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতে নাফিসা আলির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলাম। এতবছর পর বড়পর্দায় আবারও এরকম ঘনিষ্ঠ দৃশ্য। আমার মনে হয়, দর্শকরা এটা আশাই করেনি। তাই সবার মনেই দৃশ্যটি বেশ প্রভাব ফেলেছে।”
ধর্মেন্দ্র-শাবানার অনস্ক্রিন লিপলক! ‘চুমুর আবার বয়স কী’, বললেন নায়ক