শেষ আপডেট: 29th July 2023 14:22
দ্য ওয়াল ব্যুরো: সাত বছর পর পরিচালনায় ফিরেছেন করণ জোহর। শুক্রবার মুক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Ki Prem Kahani)। সে ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের কেমিস্ট্রি যেমন দর্শকদের নজর কেড়েছে, ঠিক তেমনই মনে ধরেছে ধর্মেন্দ্র (Dharmendra) ও শাবানা আজমি (Shabana Azmi)-কেও। দুই প্রজন্মের রোম্যান্সকে খুবই সুন্দরভাবে পর্দায় তুলে ধরেছেন করণ। আর সেই রোম্যান্সে মজেই একে অপরকে অনস্ক্রিন চুমু খেয়েছেন (lip kiss scene) ধর্মেন্দ্র-শাবানা। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। এবার সে বিষয়ে মুখ খুললেন ধর্মেন্দ্র নিজেই।
আলিয়া-রণবীর মুখ্য চরিত্রে অভিনয় করলেও ছবির প্রথমার্ধ জুড়ে যেন দুই বর্ষীয়ান তারকাই হাল ধরে রেখেছিলেন। কুতুব মিনারের তলায় বসে দু’জনের প্রেম বা বৃষ্টি ভিজে রোম্যান্স, প্রতিটি দৃশ্যেই যেন ধর্মেন্দ্র-শাবানা ছিলেন দখিনা বাতাসের মতো সতেজ, শীতল। তাঁদের রসায়ন দেখে কেউ বলবে না যে বহুদিন পর তাঁরা আবার বড়পর্দায় ফিরলেন। জাত অভিনেতা হয়তো এঁদেরই বলে।
তিনি বলেন, “রোম্যান্সের কোনও বয়স হয় না। আর প্রেমের সঙ্গে চুম্বন খুবই স্বতঃস্ফূর্তভাবেই হয়। তাই করণ যখন আমাকে চিত্রনাট্য পড়ে শুনিয়েছে, আমি একবারও আপত্তি জানাইনি। আর শাবানা আজমির সঙ্গে কাজের অভিজ্ঞতাও অসাধারণ।”
এরপর ধর্মেন্দ্র আরও বলেন, “আমি শুনছি যে শাবানার সঙ্গে আমার চুম্বনের দৃশ্য দেখে দর্শকরা বেশ অবাকই হয়েছেন। তবে তাঁরা অনেকে প্রশংসাও করেছেন। শেষবার আমি ‘লাইফ ইন আ মেট্রো’ ছবিতে নাফিসা আলির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেছিলাম। এতবছর পর বড়পর্দায় আবারও এরকম ঘনিষ্ঠ দৃশ্য। আমার মনে হয়, দর্শকরা এটা আশাই করেনি। তাই সবার মনেই দৃশ্যটি বেশ প্রভাব ফেলেছে।”
করণ জোহরের সিগনেচার ছড়িয়ে রয়েছে 'রকি অউর রানি'র প্রতি দৃশ্যেই, গল্পেই লুকিয়ে চমক