
দ্য ওয়াল ব্যুরো: রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন ধনুশ। ১৮ বছরের দাম্পত্যে ইতি টানলেন তাঁরা। সোমবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই কথা জানিয়েছেন দক্ষিণি তারকা। টুইট করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন ধনুশ।
🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/hAPu2aPp4n
— Dhanush (@dhanushkraja) January 17, 2022
তিনি লিখেছেন, ১৮ বছর আমরা একসঙ্গে ছিলাম। বন্ধুত্ব, প্রেম সব কিছুর মাঝে একে অপরের ভাল চেয়েছি সবসময়। বড় হওয়া, বোঝাপড়া, মানিয়ে নেওয়ার সফর ছিল এটা। কিন্তু আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমাদের রাস্তা আলাদা। ঐশ্বর্য এবং আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
তাঁদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে যেন তাঁদের একা ছেড়ে দেওয়া হয়, সেই অনুরোধও টুইটে করেছেন রজনীকান্তের জামাই। চেয়েছেন প্রাইভেসি।
২০০৪ সালে দক্ষিণি সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ধনুশ। তাঁদের বিচ্ছেদের এই খবরে তোলপাড় দক্ষিণি ফিল্ম ইন্ডাস্ট্রি। বলিউডেও তা নিয়ে কম চর্চা হচ্ছে না। মুষড়ে পড়েছেন তাঁদের অনুরাগীরা।