শেষ আপডেট: 1st January 2025 11:53
দ্য ওয়াল: দেবের (Dev) কোনও ছবি নিয়ে এত প্রতীক্ষা হয়নি। ঠিক যে সময়ে ‘খাদান’ নিয়ে ভাবা শুরু করেছিলেন, চর্চিত ছবিটি ঠিক তবেকার। ‘রঘু ডাকাত’ (Raghu dakat)। ২০২১ সালে, ছবিটির ঘোষণা করা হয়। প্রকাশ্যে আসে পোস্টার। খালি গায়ে ধুতি পরে একহাতে খড়গ, আরেক হাতে মশাল ধরে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন দেব। মাথায় লাল ফেট্টি।
হঠাৎ করেই কোনও অজানা সমস্যার কারণে ‘রঘু ডাকাত’ নিয়ে চর্চা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল? কিন্তু কেন?
সূত্র বলছে, বাংলা ছবির ব্যবসা ঠিক ভাল যাচ্ছিল না, বড় বাজেট ছবির একটা রিস্ক ফ্যাক্টর ছিল। এবং সেই কারণে প্রযোজক সংস্থা পিছিয়ে আসছিল বারেবারে।
তবে চলতি বছরে শিবু-নন্দিতার ‘বহুরূপী’ কিংবা দেবের ‘খাদান’ ফের দর্শকদের ফিরিয়ে আনতে পেরেছে সিনেমাহলে। বক্স অফিস রেজাল্টও তুখড়। তাই প্রযোজক সংস্থা ফিরতে চাইছে বক্সঅফিসে দেবের হাত ধরেই। ঠিক ছিল ‘রঘু ডাকাত’-এর প্রযোজনার দায়িত্বে থাকবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। তবে ‘স্টোরিলাইন’-এ আমূল পরিবর্তন এসেছে।
ধ্রুব পরিচালিত ছবিতে জুটেছে নতুন প্রযোজক। শোনা যাচ্ছে, এসভিএফ নয়, এবার সুরিন্দর ফিল্মস এবং দেব ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় হতে চলেছে এই ম্যাগনাম ওপাস।
‘দ্য ওয়াল’ কে দেওয়া সাক্ষাৎকারে দেব জানিয়েছিলেন, ‘খাদান’ এর সাফল্যর পর অনেকে তাঁকে ফোন করছেন, কী প্ল্যান করছেন দেব খোঁজ নিচ্ছেন, এও বলছেন একসঙ্গে কাজ শুরুর কথা। যাঁরা ‘খাদান’ নাকচ করেছিল, তাদের তরফ থেকেই এসেছিল ফোন।
তাহলে কি দেবের কাছে ‘রঘু ডাকাত’ এর জন্যই ফোন এসেছিল ‘সেই’ পক্ষ থেকে? রয়েছে জল্পনা।
দেব সাক্ষাৎকারে বলেন বন্ধু নিসপাল সিং রানের কথাও, ঠিক সময়ে বন্ধু রানে, তাঁর হাত ধরেছিলেন। না হলে দেবের ‘খাদান’ স্বপ্ন পূরণ হতে নিতো আরও সময়। এবার কি সেই বন্ধুকেই রিটার্ন গিফট দেওয়ার পালা দেবের? ‘খাদান’এর তুমুল সাফল্যর পর আরও এক ‘নতুন’ সাফল্যর অর্থাৎ ‘রঘু ডাকাত’-এর পথে এগনোই হবে সেই উপহার?
কে বলতে পারে।
যাই হোক, আগামিকাল অর্থাৎ নতুন বছরের প্রথম দিনেই দেবের নতুন ছবি ‘রঘু ডাকাত’-এর (Raghu dakat) আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে। শুটিং শুরু হবে আগামী বছরের প্রথম দিকেই। ও শোনা যাচ্ছে, ২০২৫-এর পুজোতেই মুক্তি পেতে চলেছে, ‘রঘু ডাকাত’। অন্যদিকে এও শোনা যাচ্ছে, পুজোতে নন্দিতা-শিবপ্রসাদও নিয়ে আসছে নতুন ‘রক্তবীজ-২’। বাকি আছে বাকি প্রযোজনা সংস্থাদেরও পুজো রিলিজ ঘোষণাও। নতুন বছরে প্রথম দিনেই যে পুজর ছবির নির্ঘণ্ট শুরু হতে চলেছে, তা বলাই যায়!