শেষ আপডেট: 30th December 2024 11:16
দ্য ওয়াল ব্যুরো: দেব (Dev) স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন, চার বছর আগে। সেই স্বপ্নই সত্যি হল! স্বপ্নের নাম ‘খাদান’ (Khadaan)। রাত দুটোয় হল ‘দেবদর্শন’। সিনেমাহলে হাউজফুল বোর্ড। ‘খাদান’-কে অফুরান ভালবাসা ঢেলে দিল তামাম দর্শক। বুক মাই শো জানাচ্ছে, গত এক ঘন্টায় টিকিট বিক্রি হয়েছে, ১ লক্ষ ১৯ হাজার! পাশে রয়েছে ট্রেন্ডিং বার। রিভিউতে সবচেয়ে বেশি হ্যাশট্যাগ যা ব্যবহার হয়েছে তা, ব্লকবাস্টার! এ যেন শুধু দেবের কামব্যাক নয়, বাংলা ছবিরও কামব্যাক!
ঠিক এমনটাই হয়েছিল দুর্গাপুজোর মাসে, একটু দেরি করে হলেও নন্দিতা-শিবপ্রসাদের ছবি ‘বহুরূপী’ রূপ দেখাতে শুরু করেছিল। দর্শকদের ভিড় বাড়ছিল আর পাল্লা দিয়ে বাড়ছিল অর্থলাভ। প্রথম সপ্তাহে বক্স অফিসে প্রাপ্ত অর্থ ছিল প্রায় ৪ কোটি ২৬ লক্ষ্য (নেট)। শুরুর প্রথম সপ্তাহতেই কোটি ছুঁয়ে আজ‘বহুরূপী’ ১৪০০ কোটিরও বেশি আয় করেছে। দেশের বক্স অফিসেই ছবিটির আয় ৯০০ কোটির বেশি। এখানেই শেষ নয়! শহরের দুটি প্রেক্ষাগৃহে আজও চলছে ‘বহুরূপী’!
আবার ফেরা যাক ‘খাদান’-এ। একের পর এক পোস্টে শুধু ‘খাদান’-এর হাউজফুল খবর। সুপারস্টার দেবের রব চারিদিকে। অনেকে মনে করছেন, এটাই সেরা পারফর্ম্যান্স। অনেক বলছেন কপি। কিন্তু তাতে কিস্যু এসে যায়নি বক্সঅফিসে (box office collection )। গত এক সপ্তাহ শেষে আট কোটির গণ্ডি ইতিমধ্যে টপকে ফেলেছে খাদান। ২৫ ডিসেম্বর অবধি ছিল পাঁচ ’কোটি! গত দু’দিনে আরও ২ কোটি!
দেবের (Dev actor) অবশ্য বক্সঅফিসে অর্থপ্রাপ্তি নয়, মানুষের ভালবাসাই তার কাছে পরম প্রাপ্তি। দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বারবার ধন্যবাদ জানিয়েছেন দর্শককে। ‘খাদান’ হোক বা ‘বহুরূপী’র কাছে কে পিছিয়ে-কে এগিয়ে, এমনটা নয়। বিষয়টি যুদ্ধের নয়। বক্সঅফিস প্রতিযোগিতার দুই প্রতিযোগীর কাহন। ঠিক যেমন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (shiboprsad mukherjee, nandita roy) সাফল্যের কথা বলতে গিয়ে বলেন, 'বহুরূপী (bohurupi) শুধু একটি সিনেমা নয়, অনুভূতি। তাই সবাই এত ভালবেসেছে। এতদিন পরেও সিনেমাহল দর্শকে ভর্তি থাকছে, এটা স্বপ্নের মতো।'
আর দেবের কাছে এই যাত্রা, স্বপ্নপূরণের দিকেই , সাক্ষাৎকারে দেব বলেন, ‘এই ইন্ডাস্ট্রিকে যদি বড় করতে হয় তাহলে খাদানের মতো ছবিকেই ব্লকবাস্টার হতে হবে। এ ধরনের ছবিতে টাকা রোল করার জায়গা থাকে। আর খাদানে যদি সেটা হয় তাহলে অন্যান্য সিনেমাগুলোও সাহস পাবে। পরিচালক-প্রযোজকদেরও একটা আত্মবিশ্বাস তৈরি হবে।'