শেষ আপডেট: 3rd September 2024 21:27
দ্য ওয়াল ব্যুরো: অনুভব সিনহার ওয়েব সিরিজ় ‘আইসি ৮১৪:-দ্য কান্দাহার হাইজ্যাক’ মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েছে। অভিযোগ, সিরিজ়ে বদলে দেওয়া হয়েছে বিমান হাইজ্যাককারীদের নাম। এমন সময়েই মুখ খুলেছেন ক্যাপ্টেন দেবী শরণ। তিনিই ১৯৯৯ সালে হাইজ্যাক হওয়া সেই বিমানের আসল পাইলট ছিলেন। তিনি দু'টি ঘটনা মানুষের সামনে তুলে ধরেছেন, যা বাস্তবে ঘটেনি। অথচ তা সিরিজ়টিতে দেখানো হয়েছে। সিরিজ়ে দেবী শরণের চরিত্রে অভিনয় করেছেন বিজয় ভার্মা।
পরিচালক অনুভবের বিরদ্ধে অভিযোগ উঠেছে, পাঁচ সন্ত্রাসীই ছিল মুসলমান। আর তা জানা সত্ত্বেও তিনি ইচ্ছাকৃতভাবে এখানে হিন্দু নাম ব্যবহার করেছেন। সিরিজ়ে সন্ত্রাসীদের নাম রাখা হয়েছে ‘ভোলা’ ও ‘শঙ্কর’।
টেলিগ্রাফকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবী শরণ বলেন, 'সিরিজ়ে দেখানো হয়েছে যে, বিদেশ মন্ত্রী আমাদের স্যালুট করেন। আদতে সেরকম কিছুই ছিল না। তিনি কেবল তাঁর অভিব্যক্তির মাধ্যমে আমাদের প্রচেষ্টার প্রশংসা করেছিলেন।'
এছাড়াও, অন্য একটি দৃশ্যের কথা মনে করিয়ে তিনি বলেন, 'একটা দৃশ্যে দেখানো হয়েছে দেবী শরণ অর্থাৎ আমি নিজেই প্লাম্বিং লাইনগুলি ঠিক করেছি। কিন্তু বাস্তবে তালিবান কর্মকর্তারা একজন কর্মী পাঠিয়েছিলেন। কিন্তু সে বুঝতে পারেনি লাইনগুলি কোথায়, তাই আমি সেই কর্মচারীকে প্লেন হোল্ডে নিয়ে গিয়েছিলাম।'
পরিচালক অনুভব সিনহার 'আইসি ৮১৪' নেটফ্লিক্স শোটি ১৯৯৯ সালের ডিসেম্বরে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি করেছেন। এতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, দিয়া মির্জ়া, পত্রলেখা-সহ আরও অনেকে।