শেষ আপডেট: 6th December 2023 22:15
দ্য ওয়াল ব্যুরো: ড্রিম প্রোজেক্ট নিয়ে একের পর এক ভুয়ো খবরে বেজায় চটেছেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। 'দেবী চৌধুরানি' ঘোষণার পর থেকেই নানারকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। সেসব বিপত্তি পেরিয়েও সম্প্রতি ছবির অভিনেতা-অভিনেত্রীদের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। তবে ছবিতে ভবানী পাঠক চরিত্রে যাকে দেখা যাবে, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক এখনও মুক্তি পায়নি। তাই স্বাভাবিকভাবেই জল্পনা ছড়ায় যে, পরিচালক ছবি তৈরির নামে ভুয়ো খবর ছড়িয়েছেন। প্রযোজক সরে গিয়েছেন। এমনকী প্রসেনজিৎ ও নামভূমিকায় থাকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও ছবি করতে অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে একের পর এক কথা রটতেই অবশেষে মুখ খুললেন পরিচালক।
সামাজিক মাধ্যমে ছবি তৈরি সংক্রান্ত একটি খবর পোস্ট করেছেন শুভ্রজিৎ। পরে সেই নিয়েই সাংবাদিকদের বলেন, ‘‘ছবির প্রযোজক অ্যাডিটেড মোশন পিকচার্স। তারা যদি সরে যায়, তাহলে কি তাদের লেটার হেডে নতুন খবর প্রকাশ করা যায়?’’ এরপর তিনি আরও বলেন যে, "এবার আর শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইউকে-র দু'টি প্রযোজনা সংস্থাও আমাদের সঙ্গে হাত মেলাবে। অর্থাৎ, ছবিটি হবে আন্তর্জাতিক মাপের। তাই এত সময় লাগছে। তিন তিনটি প্রথম সারির দেশের প্রযোজনা সংস্থা একটি ছবির পিছনে। এবার যারা গুজব ছড়াবেন, একটু ভেবেচিন্তে ছড়াবেন।’’
শ্রাবন্তী এবং প্রসেনজিৎকে নিয়ে এই যে গুঞ্জন চলছে, সে প্রসঙ্গেও মুখ খুলেছেন পরিচালক। শুভ্রজিৎ বলেছেন, ‘‘বুম্বাদা ইতিমধ্যে চুক্তিবদ্ধ। এইমুহূর্তে ওঁর হাতে অজস্র কাজ, তাই দম ফেলার ফুরসত পাচ্ছেন না। ওঁর কাঁচাপাকা লম্বা দাড়ির প্রয়োজন। সেটা না হলে লুক সেট করা যাচ্ছে না। আর শ্রাবন্তীকে নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে নোংরামি হচ্ছে, তাতে ও ভীষণই বিরক্ত। প্রযোজকরাও বেশ রেগে গিয়েছেন। শ্রাবন্তী উইন্ডোজের নতুন ছবিতে কাজ করছেন এখন ফাঁকা বলেই। আমার সঙ্গে কথা বলেই নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী।"