শেষ আপডেট: 4th February 2025 22:12
দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর শুভ লগ্নে মহরৎ হল দেবের পরবর্তী ছবি ‘রঘু ডাকাত’-এর। এসভিএফ-এর অফিসে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি এবং ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দেব। তারপরেই সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করলেন দেব। আর তা দেখেই উচ্ছ্বসিত নেটপাড়া। কী এমন শেয়ার করেছেন দেব?
সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা যাচ্ছে দেব ঘোড়ার পিঠে চেপে রয়েছেন। তবে এবার আর সমস্ত ছবির ক্যাপশনের মতো এই ছবির উপরে 'এমনি' লেখা নেই। বরং দেওয়া আছে একটি খুশির খবর। খাদানের বিরাট সাফল্যের পর অভিনেতা যে তাঁর পরবর্তী ছবি 'রঘু ডাকাত' নিয়ে বিরাট আশাবাদী, তা বোঝাই যাচ্ছে। ফলে ক্যাপশনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন ছবির জন্যই তিনি নিজেকে তৈরি করছেন।
এদিকে দেবের সঙ্গে একটি ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন মহেন্দ্র সোনি। জানালেন, ‘খাদান’ নতুন রেকর্ড গড়েছে! সোমবার প্রযোজনা সংস্থা এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি দেবের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে, দেবের পাশে বসে তাঁর সঙ্গে কথা বলছেন মহেন্দ্র। ক্যাপশনে তিনি লিখেছেন, 'ওকে বলছিলাম, SVF সিনেমায় ‘খাদান’ এখন বাংলার সবচেয়ে বেশি ব্যবসা করা ছবি! আপনি কোথায় দেখলেন?'
দেবও শেয়ার করেছেন এই বার্তা। বক্স অফিসে ‘খাদান’-এর দুর্দান্ত সাফল্যে উচ্ছ্বসিত টিম এসভিএফ। তবে সেগুলো এখন অতীত। সামনে নতুন অধ্যায়। এবার SVF-এর সঙ্গে হাত মিলিয়ে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স লিমিটেডের প্রযোজনায় আসছে নতুন ছবি, যেখানে রঘু ডাকাতের ভূমিকায় দেখা যাবে দেবকে।