শেষ আপডেট: 7th January 2025 15:44
এমন কিছু কথা যা মুখে আনা যায় না। যা কুৎসিত। অসম্মানের। নোংরা। নিন্দনীয় শব্দটিও কম বলা হতে পারে এক্ষেত্রে। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী এবং চিত্রনাট্যকার জিনিয়া সেনের ওয়ালে পোস্ট হল তেমনই এক কুরুচিপূর্ণ কমেন্ট সেকশনের স্ক্রিনশট। তাতে রয়েছে প্রচ্ছন্ন হুমকি।
ভুলে ভরা ফোনেটিক্স ইংরেজিতে যা লেখা, তার মানে এই—শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে, দেবের ছবি রিলিজের একই দিনে, উইন্ডোজের কোনও ছবি রিলিজ করা যাবে না। না হলে অবস্থা খারাপ হয়ে যাবে! দেব ফ্যান পাওয়ারের প্রবল ক্ষমতা। তারা সাবধান করছে। শুধরে যেতে হবে, নাহলে তারা শুধরে দেবে। আর তারপর আরেক কমেন্টে অকথ্য গালগাল এবং রিলিজ করলে কী করবে, তাও বলা আছে!
যে প্রোফাইল থেকে এই হুমকি। তার নাম ‘টলিউডের বেতাজ বাদশাহ’। প্রোফাইল ছবিটিতে রয়েছেন দেব। স্ক্রিনশটটি শেয়ার করেছেন জিনিয়া সেন। ক্যাপশনে লেখেন, ‘ফ্যান ক্লাবের উপদ্রব এবং হুমকি সোশ্যাল মিডিয়াতে জীবনের এক অংশ। একের পর এক ট্রোলিং, মুক্তির দিনে ছবির বিপক্ষে কথা বলা, আমাদের ছবি রিলিজকে থামাতে পারেনি, পারবে না। আইটি সেলে টাকা ঢেলে এবং রাজনৈতিক শক্তির আস্ফালনের পরেও, পারবে না। ঠিক যেমন পুষ্পা বলেছে, হাম ঝুকেগা নেহি...’
দ্য ওয়াল-এর পক্ষ থেকে যোগাযোগ করা হয় জিনিয়া সেন-এর সঙ্গে। কথাতে স্পষ্ট হল, যে তিনি এ সব কথায় দমে যাননি। বললেন, ‘গতকাল শিবপ্রসাদ একটি পোস্ট করে, তাতে বলা হয়েছে ২০২৫-এ কোন-কোন মাসে উইন্ডোজের ছবি মুক্তি পেতে চলেছে, এবং তার পর থেকেই ক্রমাগত নোংরা কমেন্ট পোস্ট হয়েছে, আমি আরও স্ক্রিনশট দিতে পারি।’ বললেন জিনিয়া।
এখানেই থামেননি তিনি ‘শুধু একটি নয় একাধিক প্রোফাইল থেকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে, অভিযোগ জিনিয়ার। তিনি আরও বলেন, ‘একটি নির্দিষ্ট ফ্যান ক্লাব থেকে এই কমেন্ট আসছে।’ প্রশ্ন ছিল সৌহার্দ্যপূর্ণ ব্যবহার কিংবা সুস্থ প্রতিযোগিতা কি টলিউডে মিথ? জিনিয়ার সাফ জবাব, ‘কোনও সৌহার্দ্য টলিউড ইন্ডাস্ট্রিতে নেই। ওটা মুখেই বলে। নিজের ছবি রিলিজের সময় রেখে দেয় সম্পর্ক কিন্তু নিজের ছবির রিলিজের দিন, অন্যের ছবি রিলিজ হলে, শেষ সেই সম্পর্ক!’
গোটা বিষয় নিয়ে দ্য ওয়াল যোগাযোগ করার হয় দেব-এর ছায়াসঙ্গীর সঙ্গে। তিনি জানান দেব এই বিষয়ে কোনও রকম মন্তব্যের করবেন না।
প্রসঙ্গত, ২০২৪ পুজো রিলিজ ছিল দেবের ‘টেক্কা’ এবং শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ’বহুরূপী’। এও শোনা যাচ্ছে, ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত দেব অভিনীত ‘রঘু ডাকাত’ এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ-২’ মুক্তি পেতে চলেছে এবারের পুজোয়। (Dev, Khadaan, bohurupi, box office, Dev actor, shiboprsad mukherjee, nandita roy, box office collection, Zinia Sen)