Latest News

দেব ১৮-তে পা দিলেন, ‘প্রাপ্তবয়স্ক’ হয়েই ব্যোমকেশ বেশে রহস্য উন্মোচন করবেন অভিনেতা

দ্য ওয়াল ব্যুরো: উত্তম কুমার থেকে শুরু করে হালের পরমব্রত চট্টোপাধ্যায়, টলিউডে ব্যোমকেশ বক্সি (Byomkesh Bakshi) চরিত্রে অভিনয় করা নায়কের অভাব নেই। আবির চট্টোপাধ্যায় থেকে যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য থেকে সুজয় ঘোষ- কেউ একবার, কেউ একাধিকবার ব্যোমকেশ সেজেছেন ক্যামেরার সামনে। এবার কি সেই তালিকায় নিজের নাম জুড়তে চলেছেন টলিউড হার্টথ্রব দেব (Dev)?

শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ দেব যে টুইটটি করেছেন, তাতে এমনটাই মনে করছেন ‘খোকাবাবু’র অনুরাগীরা। তিনি লিখেছেন, “ইন্ডাস্ট্রিতে একজন অভিনেতা হিসাবে ১৭ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে আমার অভিনীত পরবর্তী ছবি ‘ব্যোমকেশ দুর্গরহস্য’র নাম ঘোষণা করলাম। প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্ম। সবার কাছ থেকে আশীর্বাদ, ভালবাসা চাইছি। কাস্ট, ক্রু, পরিচালকের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।”

এর আগে এদিন বিকেলেই একটি ছবি পোস্ট করে দেব লেখেন, “অভিনেতা হিসেবে ১৭ বছর পূর্ণ করার দিনে ‘বাঘা যতীন’-এর সেটে। কিন্তু আশ্চর্যজনকভাবে, আজ অভিনেতা নয় একজন প্রযোজক হিসেবে বসে রয়েছি। আমি জানি না কীভাবে এই অনুভূতি বর্ণনা করব! তবে আমি ধন্য, এটুকু বলতে পারি।”

এদিকে দেবের সেই টুইট দেখেও যেন বিশ্বাস হচ্ছে না দেব-ভক্তদের। কেউ বলছেন, “তুমি সত্যিই ব্যোমকেশ করছ দেব দা”, কেউ আবার লিখছেন, “আশা করছি আরও বড় স্কেলে, আরও মাস অ্যাপিল-সহ ব্যোমকেশকে পাবো।” টুইটটা দেখে প্রথমে কেউই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। সকলেরই কথায় তখনও বিস্ময়ের ছাপ স্পষ্ট। পরে বোঝা যায় সত্যিই এবার ব্যোমকেশ রূপে পর্দায় হাজির হচ্ছেন দেব।

মুখে ভস্ম, কপালে লাল তিলক, সাধুবেশে কে এই ব্যক্তি! জানলে চমকে উঠবেন

You might also like