Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরা
Shashi Tharoor-Saheb Chattopadhyay

দেখায় মিল থাকলেও, শশী তারুরকে অনুকরণ করব না: সাহেব

বাংলা ছবিতে কি কংগ্রেস নেতা শশী তারুর? না, সরাসরি নয়। তবে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’-এ একটি চরিত্র দেখে অনেকের মনেই এসেছে শশী তারুরের কথা। 

দেখায় মিল থাকলেও, শশী তারুরকে অনুকরণ করব না: সাহেব

সাহেব-শশী

শেষ আপডেট: 2 July 2025 10:07

দ্য ওয়াল ব্যুরো: বাংলা ছবিতে কি কংগ্রেস নেতা শশী তারুর? না, সরাসরি নয়। তবে পরিচালক অরিন্দম শীলের নতুন ছবি ‘কর্পূর’-এ একটি চরিত্র দেখে অনেকের মনেই এসেছে শশী তারুরের কথা। ছবিতে সেই রাজনৈতিক ব্যক্তিত্বের মতো চরিত্রে অভিনয় করছেন সাহেব চট্টোপাধ্যায়।
এই ছবিতে দুই সময়কালকে একতসঙ্গে দেখা যাবে— ১৯৯৭ ও ২০১৯। সাহেবের চরিত্রটিও এই দুই সময়ের মধ্যে যাতায়াত করবে। তাঁর লুক, পোশাক এবং ব্যক্তিত্ব যেন মনে করিয়ে দেয় শশী তারুরকে। এমনকি ছবির লুক রিভিল অনুষ্ঠানে সাদা পোশাকে দেখা গেল সাহেবকে, যেটি ছবির রাজনৈতিক আবহের সঙ্গেও দারুণভাবে মিশে গেছে।


ছবির কাহিনির মূল ভিত্তি এক বাস্তব ঘটনা। সাহিত্যিক দীপান্বিতা রায়ের উপন্যাস ‘অন্তর্ধানের নেপথ্যে’ অবলম্বনে তৈরি এই ছবিতে ১৯৯৭ সালে ঘটে যাওয়া এক নিখোঁজ রহস্যকে কেন্দ্র করে গড়ে উঠেছে প্লট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মনীষা মুখোপাধ্যায় অফিসে গিয়ে আর বাড়ি ফেরেন না। আজও তাঁর খোঁজ মেলেনি। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির কাহিনি, যেখানে বাস্তবের সঙ্গে মিশেছে কাল্পনিক উপাদানও।


লুক রিভিলের অনুষ্ঠানে পরিচালক দর্শকদের প্রশ্ন করেন, সাহেবকে কি শশী তারুরের মতো লাগছে? উত্তরে হলজুড়ে শোনা যায়, “হ্যাঁ, একেবারেই।” সাহেব নিজে অবশ্য ‘দ্য ওয়াল’কে বলেন, “আমি রাজনীতি বুঝি না, বুঝতেও চাই না। আমি অভিনেতা, অভিনয়টাই করব। শশীজিকে খুব ভালো লাগে, কিন্তু আমি তাঁকে অনুকরণ করব না। আমি আমার মতো করেই চরিত্রটি ফুটিয়ে তুলব। তবে যদি আমার লুক দেখে দর্শক তাঁর কথা মনে করে, সেটাও কম প্রাপ্তি নয়।”


‘কর্পূর’-এ ‘নিঁখোজ’ মৌসুমী সেনের (মণীষা মুখোপাধ্যায়) চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অরিন্দম শীলের পরিচালিত ‘মায়াকুমারী’র পর দ্বিতীয় ছবিতে অভিনয় করতে চলেছেন ঋতুপর্ণা। মৌসুমী সেনের স্বামীর চরিত্রে অভিনয় করছেন পরিচালক অরিন্দম শীল স্বয়ং। এ ছাড়া ‘কর্পূর’-এ রাজনৈতিক নেতার চরিত্রে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়। সাংবাদিকের চরিত্রে রয়েছেন অর্পণ ঘোষাল এবং আরেক সাংবাদিকের (ইন্টার্ন) চরিত্রে রয়েছেন লহমা ভট্টাচার্য। তারা যে নিউজ পোর্টালে কর্মরত, তার নাম ‘এডিপি নিউজ’। পোর্টালের এডিটরের চরিত্রে অভিনয় করছেন অনন্যা বন্দ্যোপাধ্যায় (পৌরমাতা, ওয়ার্ড ১০৯)। ‘কর্পূর’-এ অভিনয় করছেন রুমকি চট্টোপাধ্যায়, কণাদ মৈত্র, সঞ্জীব সরকার, সন্দীপ ভট্টাচার্য, প্রদীপ্ত রায়, অভিষেক বিশ্বাস, পায়েল রায়, তপস্যা দাশগুপ্ত। ‘কর্পূর’-এর প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদৌসল হাসান (ফ্রেন্ডস কমিউমনিকেশন) এবং আদিপ্ত মজুমদার (কাহাক স্টুডিয়োজ)। 


আগামীকাল অর্থাৎ ৩ জুলাই থেকে শুরু ছবির শুটিং। সব ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষে মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত ও কুণাল ঘোষ অভিনীত প্রথম ছবি ‘কর্পূর’।


ভিডিও স্টোরি