Date : 12th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Eng vs Ind: বুমরাহর দাপটের পর ভারতকে টানছে রাহুল-পন্থ জুটিঘটকালির ছকে প্রেমের ফাঁদ! ম্যাট্রিমনি সাইটে পরিচয়, ৪৪ লক্ষ টাকা হাতিয়ে পগারপার পাত্রফের শহরে সিভিক ভলান্টিয়ারের 'দাদাগিরি'! ৬টি ধারায় মামলাভিন্ন ধর্মে বিয়ে, মেয়ের কুশপুতুল দাহ করলেন বাবা, চাঞ্চল্য রাজগঞ্জেস্ত্রীকে নির্যাতন, পরকীয়ার অভিযোগে পদ খোয়ালেন তৃণমূল ব্লক সভাপতিরাস্তায় যৌন হেনস্থা, ঠাটিয়ে চড় ফতিমাকে! শিউরে ওঠা ঘটনার বিবরণ দিলেন অভিনেত্রীচিকিৎসককে হুমকি, কাঞ্চনের 'অপরাধ' দেখছেন না বিজেপির রাজ্য সভাপতি! দিলেন ব্যাখ্যাওWorld Kebab Day: আজ বিশ্ব কাবাব দিবস, সপ্তাহান্তে লোভাতুর বাঙালির জন্য রইল শহরের ৫ দোকানের হদিসLocal Trains Cancel: আবার একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, দুর্ভোগে নিত্যযাত্রীরাছিল তিন, হল চার, পুজোর ছবিতে নাটকীয় এন্ট্রি নিলেন দুঁদে গোয়েন্দা! চিন্তায় প্রযোজকরা
Aditi Rao Hydari

'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'

সঞ্জয় লীলা বানসালির বৃহৎ মাপের পিরিয়ড ড্রামা ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অদিতি রাও হায়দারি। 

'হিরামান্ডি' ব্লকবাস্টার হিট, কিন্তু তারপর আর কাজ পাচ্ছেন না অদিতি, বলছেন, 'অপেক্ষায় আছি'

অদিতি রাও হায়দারি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 June 2025 17:15

দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বানসালির বৃহৎ মাপের পিরিয়ড ড্রামা ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অদিতি রাও হায়দারি। কিন্তু এই সাফল্য এখনও পর্যন্ত কোনও নতুন কাজের অফারে রূপ নেয়নি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সিরিজের সাফল্য সত্ত্বেও তিনি আজও নতুন কোনও ছবির বা শো-এর প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন।

লিলি সিংকে দেওয়া এক মন খোলা আলাপচারিতায়, বিনোদন জগতে নারীদের জন্য কাজ পাওয়ার অসুবিধা, সুযোগের সীমাবদ্ধতা এবং তার পরিপ্রেক্ষিতে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অদিতি। তিনি বলেন, “হিরামান্ডি আমাকে প্রচুর ভালবাসা, প্রশংসা দিয়েছে। কিন্তু সত্যি বলতে, এখনও পর্যন্ত আমি কোনও নতুন কাজের ডাক পাইনি। আমি এখনও অপেক্ষা করছি।”

লিলির সঙ্গে কথোপকথনে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ— নারী-কেন্দ্রিক গল্পগুলিকে ইন্ডাস্ট্রিতে এখনো "ব্যতিক্রম" হিসেবেই দেখা হয়। এই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে অদিতি বলেন, “হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। এমন সফল নারী-কেন্দ্রিক কনটেন্টের পরও যখন এর ধারাবাহিকতা থাকে না, তখন মনে হয় আমরা আসলে কতটা এগোতে পেরেছি?”

লিলির প্রশ্ন ছিল— নিজের নাম ও কাজের খ্যাতি থাকা সত্ত্বেও, এত বড় বাজেটে হিরামান্ডি-র মতো সিরিজ নির্মাণ কি তাঁর পক্ষে সম্ভব? অদিতির সৎ উত্তর, “না, আমার মনে হয় না। আমি চাই এবং আশা করি, ভবিষ্যতে পরিবর্তন আসবে। আমাদের এমন জায়গায় পৌঁছনো উচিত, যেখানে গল্পটাই হবে মুখ্য, কে বলছে সেটা নয়।”

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিরিজ ‘হিরামান্ডি’ তে অদিতির পাশাপাশি ছিলেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেগাল এবং তাহা শাহ বদুশার মতো তারকারা। বানসালির ঐতিহাসিক কারিগরি নির্মাণশৈলী, চিত্রনাট্য, সঙ্গীত এবং কস্টিউমে মুগ্ধ হয়েছিল দর্শকমহল। 
 


ভিডিও স্টোরি