সঞ্জয় লীলা বানসালির বৃহৎ মাপের পিরিয়ড ড্রামা ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অদিতি রাও হায়দারি।
অদিতি রাও হায়দারি
শেষ আপডেট: 17 June 2025 17:15
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বানসালির বৃহৎ মাপের পিরিয়ড ড্রামা ‘হিরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার’-এ অনবদ্য অভিনয়ের জন্য বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন অদিতি রাও হায়দারি। কিন্তু এই সাফল্য এখনও পর্যন্ত কোনও নতুন কাজের অফারে রূপ নেয়নি। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সিরিজের সাফল্য সত্ত্বেও তিনি আজও নতুন কোনও ছবির বা শো-এর প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন।
লিলি সিংকে দেওয়া এক মন খোলা আলাপচারিতায়, বিনোদন জগতে নারীদের জন্য কাজ পাওয়ার অসুবিধা, সুযোগের সীমাবদ্ধতা এবং তার পরিপ্রেক্ষিতে নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন অদিতি। তিনি বলেন, “হিরামান্ডি আমাকে প্রচুর ভালবাসা, প্রশংসা দিয়েছে। কিন্তু সত্যি বলতে, এখনও পর্যন্ত আমি কোনও নতুন কাজের ডাক পাইনি। আমি এখনও অপেক্ষা করছি।”
লিলির সঙ্গে কথোপকথনে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ— নারী-কেন্দ্রিক গল্পগুলিকে ইন্ডাস্ট্রিতে এখনো "ব্যতিক্রম" হিসেবেই দেখা হয়। এই বক্তব্যের সঙ্গে সহমত জানিয়ে অদিতি বলেন, “হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। এমন সফল নারী-কেন্দ্রিক কনটেন্টের পরও যখন এর ধারাবাহিকতা থাকে না, তখন মনে হয় আমরা আসলে কতটা এগোতে পেরেছি?”
লিলির প্রশ্ন ছিল— নিজের নাম ও কাজের খ্যাতি থাকা সত্ত্বেও, এত বড় বাজেটে হিরামান্ডি-র মতো সিরিজ নির্মাণ কি তাঁর পক্ষে সম্ভব? অদিতির সৎ উত্তর, “না, আমার মনে হয় না। আমি চাই এবং আশা করি, ভবিষ্যতে পরিবর্তন আসবে। আমাদের এমন জায়গায় পৌঁছনো উচিত, যেখানে গল্পটাই হবে মুখ্য, কে বলছে সেটা নয়।”
উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স সিরিজ ‘হিরামান্ডি’ তে অদিতির পাশাপাশি ছিলেন মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, সানজিদা শেখ, শারমিন সেগাল এবং তাহা শাহ বদুশার মতো তারকারা। বানসালির ঐতিহাসিক কারিগরি নির্মাণশৈলী, চিত্রনাট্য, সঙ্গীত এবং কস্টিউমে মুগ্ধ হয়েছিল দর্শকমহল।