শেষ আপডেট: 29th October 2024 00:25
দ্য ওয়াল ব্যুরো: সেপ্টেম্বরে টলিউডের ৬০ শতাংশ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার মতো বিস্ফোরক অভিযোগ তুলে হইচই ফেলেছিলেন ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস। তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে নোটিস পাঠান টলিপাড়ার পরিচালকরা। এবার ২৩৩ জন পরিচালক তাঁর বিরুদ্ধে ২৩ কোটির মানহানি মামলা দায়ের করলেন।
আর জি করের ঘটনা নিয়ে অগস্ট থেকে উত্তপ্ত শহরের আবহাওয়া। চারিদিকে যৌন নির্যাতন, শ্লীলতাহানি, ধর্ষণের মতো ঘটনার প্রতিবাদে সোচ্চার হচ্ছেন মানুষজন। তারই মাঝে হঠাৎই স্বরূপ বিশ্বাস টলিউডের ৬০ শতাংশ পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে বসেন। পদক্ষেপ করেন ২৩৩ জন পরিচালক। তালিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, সুদেষ্ণা রায়-সহ ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
করা হয় মানহানি মামলা। সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলাকারীরা। এই নিয়ে ডিরেক্টর্স গিল্ডের সভাপতি সুব্রত সেন জানান, পরিচালকরা একজোট হয়ে ব্যক্তিগত স্তরে এই পদক্ষেপ করেছেন। সোমবার কাগজ হাতে পান।
এই মামলায় তৃণমূল ঘনিষ্ঠ রাজ চক্রবর্তী-সহ অন্যান্যদের সই ছিল কিনা সেবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে মামলা যে হয়েছে, তা নিশ্চিত করেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। এবিষয়ে স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর থেকে এই মুহূর্তে কোনও উত্তর পাওয়া যায়নি। এই ঘটনার শুরুতে তিনি অবশ্য জানিয়েছিলেন, আইনের পথেই পদক্ষেপ করবেন।