দীপিকা পাড়ুকোন।
শেষ আপডেট: 23rd December 2024 13:20
দ্য ওয়াল ব্যুরো: নয়ের দশক তখন ‘মাধ্যমিকের বাধ্য মেয়ে’। শাহরুখ খান তখন শেখাচ্ছেন, ‘হর পল ইঁয়াহা, জি ভর জিও...’। এমনই সময় পেরিয়ে, ২০০৭ সালে সিনেপ্রেমীরা ধুপ করে প্রেমে পড়ে গেল দুষ্টুমিষ্টি মুখের, বড় বড় চোখের, টোলপড়া গালের, স্কার্ট পরা একটা মেয়ের (Deepika Padukone)। অমন করে বাবলগাম ফোলালে প্রেমে না পড়ে উপায় আছে? সেই মেয়েই গোটা সিনেমা জুড়ে বড় হল, হাসিয়ে-কাঁদিয়ে, মরে গিয়ে, বেঁচে উঠল। লিখল ইতিহাস। সিনেমার নাম ‘ওম শান্তি ওম’, মেয়েটির নাম দীপিকা পাড়ুকোন।
সেই শুরু, বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের চলচ্চিত্রজীবনের। কিন্তু শুরুর আগেও একটা শুরু থাকে। দীপিকারও ছিল। বলিউডে ঢোকার আগে দীপিকা ছিলেন একজন পেশাদার মডেল। মডেলিং ছাড়াও, করতেন বিজ্ঞাপনের অনেক কাজ। সেই সময়েই তাঁর করা একটি পুরনো বিজ্ঞাপন নতুন করে ঝড় তুলেছে ইন্টারনেটে।
এই বিজ্ঞাপনটি চেন্নাইয়ের এক বিখ্যাত ব্র্যান্ডের জন্য তৈরি হয়েছিল। এতে দীপিকাকে দেখানো হয়েছিল. একজন নববিবাহিত স্ত্রী হিসেবে, যিনি তাঁর নতুন জীবনে পা রাখছেন। গল্পে তিনি তাঁর মাকে ভীষণ মিস করেন, এবং সেই আবেগঘন মুহূর্তের মধ্যে তার স্বামী তাকে চমকপ্রদ উপহার হিসেবে তাঁর মাকে বাড়িতে নিয়ে আসেন।
দীপিকার মুখে সেই উচ্ছ্বাস আর খুশির দ্যুতি ছিল মনোমুগ্ধকর। বিজ্ঞাপনটি তাঁর মিষ্টি টোলপড়া হাসির সঙ্গে স্বতঃস্ফূর্ত এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। এই বিজ্ঞাপন ছিল একটি ধারাবাহিকের অংশ, যেখানে তাঁকে সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে ফুটিয়ে তোলা হয়।
এই পুরনো বিজ্ঞাপন দেখেই নেটিজেনরা দীপিকার ২০ বছর বয়সের নিরীহ ও প্রাণবন্ত চেহারার প্রেমে পড়েছেন নতুন করে। মুগ্ধ হয়েছেন সারল্য ও সৌন্দর্যে। সোশ্যাল মিডিয়ায় এই অ্যাড দেখে কেউ মন্তব্য করেছেন, “অসাধারণ নিষ্পাপ ও মায়াবী।” আরেকজন বলেছেন, “তাঁর সৌন্দর্যের এক আলাদা ঔজ্জ্বল্য ছিল।”
অনেকের আবার তাঁর কোলেগট এবং লেভিসের বিজ্ঞাপনের কথাও মনে পড়ে গেছে, যা বলিউডে আসার আগেই তাঁর মুখ চিনিয়েছিল সকলের কাছে।
আজ দীপিকা বলিউডের একজন সফল অভিনেত্রী। তিনি রণবীর সিংয়ের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং এ বছরই তাদের কন্যাসন্তান, দুয়া পাডুকোন সিং জন্মেছে। মডেল থেকে সুপারস্টার হয়ে তিনি এখন এক মমতাময়ী মা। তবু সেই ২০ বছরের মেয়েটির অমলিনতা আজও ছুঁয়ে আছে তাঁকে।