শেষ আপডেট: 6th March 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: সঞ্জয় লীলা বনশালীর ব্লকবাস্টার ছবি ‘রামলীলা’ বক্স অফিসে যেমন ঝড় তুলেছিল, তেমনই দর্শকদের মন জয় করেছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের অনবদ্য অভিনয়। তবে এই ছবির আরেকটি বিশেষ আকর্ষণ ছিল প্রিয়াঙ্কা চোপড়ার দুর্দান্ত নাচের পারফরম্যান্স। যদিও অনেকেই জানেন না, ছবির মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য প্রথমে প্রিয়াঙ্কাকেই ভাবা হয়েছিল। পরে সেই জায়গায় আসেন দীপিকা।
সম্প্রতি Lehren Retro-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মা মধু চোপড়া সেই অজানা অধ্যায়ের কথা সামনে আনেন। মধু জানান, 'ঠিক তখনকার সব কিছু এত স্পষ্ট মনে নেই। তবে এটুকু মনে আছে, প্রিয়াঙ্কা সঞ্জয় লীলা বনশালীর অফিসে গিয়েছিল। আমি তখন ক্লিনিকে রোগী দেখছিলাম। ও যখন ফিরে এল, তখন বলল, ‘আমি রামলীলা-য় শুধু একটা গান করছি’। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম, ‘কী হল?’ ও শুধু বলেছিল, ‘আমার মনে হয়, এটাই ঠিক সিদ্ধান্ত’।'
প্রিয়াঙ্কার সিদ্ধান্ত নিয়ে মধু বলেন, 'ও খুব ভেবেচিন্তেই রাজি হয়েছিল। সেখানে নিশ্চয়ই কিছু ইতিবাচক আলোচনা হয়েছিল, যার কারণে ও এই কাজ করতে চেয়েছিল। আজও সঞ্জয়ের সঙ্গে ওর বন্ধুত্ব অটুট। পরবর্তীতে সঞ্জয় যখন মেরি কম ছবির জন্য প্রিয়াঙ্কাকে অফার করেন, তখনও ও দ্বিধার মধ্যে ছিল। কিন্তু শেষমেশ ও সাহস করে ছবিটা করে।'
তবে মধু স্পষ্টভাবে জানান, প্রিয়াঙ্কার মধ্যে কখনও কোনও প্রতিশোধস্পৃহা ছিল না। তাঁর কথায়, 'ও প্রতিশোধ নেওয়ার মতো মেয়ে নয়। মেরি কম ছবির জন্য সঞ্জয় যখন বলেছিলেন, তখন ও রাজি হয়। পরিচালক ওমং কুমারও ওকে ভরসা দিয়েছিলেন। আর চরিত্রের গভীরে যেতে ও মেরি কমের সঙ্গেও বেশ কিছুদিন সময় কাটিয়েছিল।'
বাজিরাও মস্তানি-তে কাশীবাঈ চরিত্রে প্রিয়াঙ্কার অভিনয় নিয়েও কথা বলেন মধু। তিনি বলেন, 'কাশীবাঈ চরিত্রটা খুব কঠিন ছিল। বেশির ভাগ শট ছিল ক্লোজআপ, ক্যামেরা ছিল একেবারে মুখের উপর। ফলে অভিব্যক্তির মাধ্যমে নিজেকে প্রকাশ করতে হত। সঞ্জয়ও খুবই খুঁতখুঁতে পরিচালক। তাই তাঁকে খুশি রাখার জন্য প্রিয়াঙ্কা পুরোপুরি অভিনয়ের উপরেই ফোকাস করেছিল। যাতে মনোযোগ নষ্ট না হয়, সেই জন্য নিজের ভ্যানে কারও সঙ্গে কথাও বলত না।' এদিকে, প্রিয়াঙ্কা এখন তাঁর আসন্ন অ্যাকশন থ্রিলার ‘The Bluff’-এর শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন কার্ল আরবান। আবারও বড় পর্দায় প্রিয়াঙ্কার নতুন রূপ দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।