শেষ আপডেট: 29th December 2024 20:19
বলিউডে প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই মুহূর্তে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছে তিনি। একরত্তির সঙ্গে সময় কাটাচ্ছেন চুটিয়ে। আর এরই মধ্যে সামনে এল এমন এক খবর যা জানলে দীপিকা ভক্ত হিসেবে মন খারাপ হতেই পারে আপনার। তবে ওই যে, দিনের শেষে তিনি যে মা।
গত বছর মুক্তি পেয়েছিল নাগ অশ্বিন পরিচালিত ছবি 'কল্কি'র প্রথম পর্ব। ওই ছবিতে প্রভাস, অমিতাভ বচ্চন ছাড়াও দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল এক উল্লেখযোগ্য চরিত্রে। ঠিক ছিল আগামী বছরের গোড়ার দিকেই কল্কির দ্বিতীয় পর্বের শুটিং শুরু হবে।
তবে কিছু দিন আগে এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়ে দেন, এই মুহূর্তে কাজে ফেরার কথা কিছুতেই ভাবছেন না তিনি। দীপিকা বলেন, "ও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আমি আমার সন্তানকে নিজের হাতেই মানুষ করতে চাই ঠিক যেভাবে আমার মা আমাকে বড় করেছে।"
দীপিকাকে বাদ দিয়ে কল্কি ২-র শুটিং কার্যত অসম্ভব। তাই আপাতত ওই ছবির শুটিং বিশ বাঁও জলে, জানা যাচ্ছে এমনটাই। দীপিকা কবে কাজে ফেরেন আপাতত সে দিকেই চেয়ে আছেন পরিচালক-প্রযোজকেরা।
গত ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের জন্ম দেন দীপিকা। নাম রাখেন দুয়া। দুয়া শব্দের অর্থ প্রার্থনা। কেন মেয়ের এই রকম নাম রাখলেন তা নিয়ে উঠেছিল প্রশ্ন। উত্তরও দিয়েছিলেন মেয়ের বাবা-মা অর্থাৎ দীপিকা ও রণবীর। বলেছিলেন, "ও আমাদের যাবতীয় প্রার্থনার উত্তর। আমার হৃদয় ভালবাসায় পরিপূর্ণ হয়ে আছে।" দীপিকা কাজে না ফিরলেও রণবীর কিন্তু জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন। চলছে তাঁর আগামী ছবির শুটিংও।